
ICC ও BCB-র মধ্যে T20 বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা বিতর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। এবার BCB-র বক্তব্যকে সরাসরি খারিজ করে দিল ICC। সম্প্রতি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আজিফ নজরুল দাবি করেছিলেন, ভারতের মাটিতে বিশ্বকাপ হলে বাংলাদেশ দল ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। বাংলাদেশের এমন দাবি নাকি ICC নিজেই স্বীকার করেছে। কিন্তু এবার ICC জানাল, এমন কোনও বার্তা ICC-এর তরফে দেওয়া হয়নি।
ICC স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকারের কাছে এমন কোনও চিঠি পাঠায়নি, যেখানে ভারতে গেলে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি থাকার কথা স্বীকার করা হয়েছে। ICC সূত্রের দাবি, আজিফ নজরুল যে বক্তব্য রেখেছেন, তা বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, আজিফ নজরুল বাংলাদেশে সাংবাদিকদের সামনে জানিয়েছেন, ICC-র সিকিউরিটি টিম নাকি তাঁদের জানিয়েছে, তিনটি পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। ১) যদি মুস্তাফিজুর রহমান দলে থাকেন, ২) যদি বাংলাদেশের সমর্থকেরা জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন এবং ৩) যদি বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসে। আজিফের দাবি, এই শর্তগুলিই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের পক্ষে বিশ্বকাপ খেলা নিরাপদ নয়।
তবে ICC সূত্রের পাল্টা বক্তব্য, এমন কোনও মন্তব্য তারা কখনও লিখিতভাবে কোথাও উল্লেখ করেনি। বরং তারা মনে করছে, বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক রঙ মেশানো বক্তব্য দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,ইডেনে একাধিক ম্যাচ রয়েছে বাংলাদেশের। একাধিক সংবামাধ্যম সূত্রের খবর, বাংলাদেশ যেভাবে শেষ মূহূর্তে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন করছে, তা মেনে নেওয়া মুশকিল। কারণ, ইতিমধ্যেই T20 বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। গোটা টুর্নামেন্টের সঙ্গে একটি বিরাট ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে। জানা যাচ্ছে, ICC বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদল করা যেতে পারে। দেশ নয়। অর্থাত্ শ্রীলঙ্কায় নয়, ভারতেই অন্য স্টেডিয়ামে ম্যাচ হোক। বস্তুত, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য আইসিসি-কে দুটি চিঠি দিয়েছে বিসিবি।
সে ক্ষেত্রে ইডেনের ম্যাচগুলি সরিয়ে চেন্নাই ও তিরুঅনন্তপুরমে আয়োজনের প্রস্তাব দিচ্ছে আইসিসি। যদিও এই প্রস্তাবে খুশি নয় বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বক্তব্য, ভারতেই অন্য ভেন্যুতে খেলা মানে তো ভারতেই খেলা।