Advertisement

ICC T20 World Cup 2026: T20 বিশ্বকাপে ভারতের 'গেম চেঞ্জার' হতে পারে একজন প্লেয়ার, সৌরভের ভবিষ্যদ্বাণী

পরের মাসেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। গতবারের বিশ্বকাপ জেতার পর এবারে স্বাভাবিক ভাবেই ভারতের উপর প্রত্যাশা অনেকটাই বেশি। বিশেষ করে ভারতের মাটিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। ফলে সেই প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ভারতীয় দলও টি২০ র‍্যাঙ্কিং-এ শীর্ষে। তবে ভারতের এবারের বিশ্বকাপের তুরুপের তাস কে হবেন? এ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও টিম ইন্ডিয়াসৌরভ গঙ্গোপাধ্যায় ও টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 12:58 PM IST

পরের মাসেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। গতবারের বিশ্বকাপ জেতার পর এবারে স্বাভাবিক ভাবেই ভারতের উপর প্রত্যাশা অনেকটাই বেশি। বিশেষ করে ভারতের মাটিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। ফলে সেই প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ভারতীয় দলও টি২০ র‍্যাঙ্কিং-এ শীর্ষে। তবে ভারতের এবারের বিশ্বকাপের তুরুপের তাস কে হবেন? এ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কী মত সৌরভের?
বর্তমানে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে কাজ করছেন সৌরভ। তবে মন পড়ে রয়েছে ভারতে। স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়াকেই ফেভারিট হিসেবে ধরছেন সৌরভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, 'ভারতই এবারের ফেভারিট। বিশেষ করে যখন এই দেশেই হচ্ছে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ।' 

কে হতে পারেন ভারতের অস্ত্র?
তবে এবারের বিশ্বকাপে কে হবেন ভারতের সেরা অস্ত্র? সৌরভ বলেন, 'ভারত আমার চোখে সবচেয়ে এগিয়ে কারণ, তাদের দলে বিশ্বের সবচেয়ে ভাল স্পিনাররা রয়েছে। বরুণ চক্রবর্তী সুস্থ থাকলে, ভারতই বিশ্বকাপ জেতার দাবিবার।' বরুণ শুধু আইপিএল-এ নয়, ভারতের জার্সি গায়েও বারবার নিজেকে প্রমাণ করেছেন। এই মুহূর্তে তিনি টি২০ ফরম্যাটে বিশ্বের সেরা স্পিনার। ফলে তাঁকেই তারকা হিসেবে বেছে নিলেন মহারাজ। আসলে দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ বল করছেন। পাশাপাশি তাঁর রহস্যময় বোলিং সমস্যায় ফেলছে গোটা বিশ্বের তাবড় টি২০ ব্যাটারদের। 

ভারতে স্পিনারদের দাপট সবসময়ই বেশি। ফলে এ দেশে খেলা হলে, ভাল স্পিনাররা ম্যাচে ফারাক গড়ে দেন। পাশাপাশি সূর্যকুমার যাদবের দলে দারুণ কিছু ব্যাটার রয়েছেন। সেই তালিকা ওপেনার অভিষেক শর্মা থেকে শুরু করে একেবারে লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া পর্যন্ত। আবার দলে রয়েছেন দারুণ কিছু অল রাউন্ডারও। যারা ব্যাট হাতে বা বল করতে এসে ম্যাচের রঙ যে কোনও সময় ঘুরিয়ে দিতে সক্ষম। ফলে ভারতীয় দল যে এবারেও ফেভারিট হিসেবেই নামতে চলেছে তাতে অবাক হওয়ার কোনও কারণ নেই।         

Advertisement
Read more!
Advertisement
Advertisement