Advertisement

Shubman Gill : তৃতীয় টেস্টের আগে মনোবল বাড়ল টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন গিল-আকাশদীপ

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে সুখবর ভারতী ক্রিকেট দলের জন্য়। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে এগিয়ে এলেন একাধিক ক্রিকেটার।

akashdeep gill akashdeep gill
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Jul 2025,
  • अपडेटेड 5:07 PM IST
  • বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া
  • তার আগে সুখবর ভারতী ক্রিকেট দলের জন্য়

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে সুখবর ভারতী ক্রিকেট দলের জন্য়। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে এগিয়ে এলেন একাধিক ক্রিকেটার। তালিকায় রয়েছেন শুভমন গিল, যশস্বী যশওয়াল, আকাশদীপ ও মহম্মদ সিরাজের মতো ক্রিকেটার। 

বুধবার আইসিসি-র তরফে টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ করা হয়। সেই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে জো রুটকে পিছনে ফেলে টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষস্থানে রয়েছেন তিনি। ভারতীয় অধিনায়ক শুভমন গিলও ১৫ ধাপ এগিয়ে ৬ নম্বরে এসেছেন। 

বার্মিংহামে দ্বিতীয় টেস্টে শুভমন গিল ব্যাটার হিসেবে একাধিক রেকর্ড গড়েন। প্রথম ইনিংসে তিনি করেন ২৬৯, দ্বিতীয় ইনিংসে ১৬১। কার্যত তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ডকে হারায় টিম ইন্ডিয়া। সিরিজে সমতা ফেরে। রান পাওার ফলে ব়্যাঙ্কিংয়েও এগিয়ে আসেন গিল। প্রথম টেস্ট শেষে তিনি ছিলেন ১৪ নম্বরে। তবে এখন ৬-এ। 

ভারতের দুই ফাস্ট বোলারও মহম্মদ সিরাজ ও আকাশদীপও ব়্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন। সিরাজ ওই টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন। এখন তাঁর ব়্যাঙ্ক ২২। আকাশদীপ প্রথমবার একটি টেস্ট ম্যাচে ১০ উইকেট নিয়ে ৩৯ ধাপ এগিয়ে এলেন। তবে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা। 

ভারতের রবীন্দ্র জাদেজাও র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। বার্মিংহাম টেস্টে তিনি ৮৯ এবং ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। যার ফলে ব্যাটারদের তালিকায়  ৬ ধাপ এগিয়ে এখন ৩৯ তম স্থানে রয়েছেন।

 

Read more!
Advertisement
Advertisement