Advertisement

India vs Bangladesh: U-19 বিশ্বকাপে গোহারা বাংলাদেশ, সহজ জয় টিম ইন্ডিয়ার

মর্যাদার লড়াইয়ে জয় পেল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রানে জয় পেল টিম ইন্ডিয়া। শনিবার বুলাওয়াতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকায় সমস্যায় পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডুর ব্যাটিং-এ সম্মানজনক জায়গায় পৌঁছায় ভারত। বাকি কাজ করে দেন বোলাররাই। 

ভারতের অনূর্ধ্ব-১৯ দল ভারতের অনূর্ধ্ব-১৯ দল
Aajtak Bangla
  • বুলাওয়ে,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 10:01 PM IST

মর্যাদার লড়াইয়ে জয় পেল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রানে জয় পেল টিম ইন্ডিয়া। শনিবার বুলাওয়াতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকায় সমস্যায় পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডুর ব্যাটিং-এ সম্মানজনক জায়গায় পৌঁছায় ভারত। বাকি কাজ করে দেন বোলাররাই। 

উইকেট পড়তে থাকলেও বৈভব সূর্যবংশীর বিক্ষোরক ব্যাটিং অব্যহত ছিল। তিনি ৩০ বলে পঞ্চাশ রান করেন, পাঁচটি চার এবং তিনটি ছক্কা মারেন। অভিজ্ঞান কুণ্ডু, বৈভবকে ভালোভাবে সমর্থন করেন এবং দুজনে চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়েন। বৈভব ৬৭ বলে ৭২ রান করেন, যার মধ্যে ছয়টি চার এবং তিনটি হল্লা ছিল। ফাস্ট বোলার ইকবাল হুসেন ইমন তাকে আউট করেন।

বৈভব সূর্যবংশীর আউটের পর, হরবংশ পাঙ্গালিয়া ক্রিজে আসেন, কিন্তু তিনি মাত্র ২ রান করতে পারেন। এরপর অভিজ্ঞান কুণ্ডু এবং কনিষ্ক চৌহান যা উইকেটে ৫৪ রানের জুটি গড়েন। কনিষ্ক ২৬ বলে ৪ টি চার মারেন ২৮ রান করেন। কলিভের আউটের কিছুক্ষণ পরেই, অভিজ্ঞান কুণ্ডু ৮২ বলে ৪ টি চার এবং একটি ছক্কা মারেন। খিলান প্যাটেল (৮ রান) খুব বেশি পার্থক্য গড়েননি, যার ফলে ভারত ৮/২০৮ রানে এগিয়ে যায়।

অভিজ্ঞান কুণ্ডু হিলেন নবম ব্যাটার যিনি আউট হন। কুণ্ডু ১১২ বলে ৮০ রান করেন, চারটি চার এবং তিনটি ছয়া মারেন এর পর দীপেশ দেবে ট্রেন ১১ রান করে আউট হন, যার ফলে ভারতীয় ইনিংসের সমাপ্তি ঘটে। বাংলাদেশের হয়ে আল ফাহাদ সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন। আজিজুল হাকিম তা মিম এবং ইকবাল হোসেন ইমন দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। জাওয়াদ আবারের উইকেট হারালেও রিফাত বেগ ও ক্যাপ্টেন আজিজুল হাকিম দারুণ ব্যাট করতে থাকেন। ৩৭ রা করে রিফাত আউট হলেও, আজিজুলের হাফ সেঞ্চুরিতে ম্যাচে ছিল বাংলাদেশ। তবে তিনি আউট হতেই একের পর এক উইকেট হারাতে থাহকে তারা। লোয়ার মিডল অর্ডার একেবারেই খেলতে পারেনি।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement