মহিলা ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে হরমনপ্রীত কৌরদের। রবিবার ভারতের সামনে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই, দুটি ম্যাচে জয় পেয়ে শীর্ষ স্থানে রয়েছেন এলিজা পেরিরা। ফলে রবিবারের লড়াইটা বেশ কঠিন হবে ভারতের মেয়েদের জন্য।
দক্ষিণ আফ্রিকার কাছে হারে চাপ বেড়েছে ভারতের
অন্যদিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম পরাজয় স্বীকার করেছে ভারতীয় মহিলা দল। ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা জয় ভারতকে আবার ভাল জায়গায় পৌঁছে দিতে পারে। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত বলেন, 'অস্ট্রেলিয়া শক্তিশালী দল। এমন দলের বিরুদ্ধে খেলার জন্য সবাই মুখিয়ে থাকে। ওরা আমাদের কাজটা সহজ করে দেবে না। তাই আমাদের লড়াই করেই জিততে হবে।'
চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে বারবার ব্যাটিং ব্যর্থতার শিকার হয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাই লড়াই করেছেন বাংলার রিচা ঘোষ। পাশাপাশি, বাঁ হাতি স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের ভুল সংশোধনের পথ খুঁজছেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতরা। অন্যদিকে, অজি ব্যাটাররাও স্পিনারদের বিরুদ্ধে স্বাভাবিক ছন্দে নেই। সুবিধা নিতে চাইবেন ভারতীয় বোলাররা। সেই সঙ্গে নিজেদের বোলিং বিভাগের পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া ভারতীয় মহিলা দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বারবার নিজেকে প্রমাণ করেছেন স্মৃতি মান্ধানা। বিশ্বকাপের মঞ্চে আরও একবার জ্বলে ওঠবার অপেক্ষায় স্মৃতি।
কীভাবে দেখবেন ম্যাচ?
রবিবারের ম্যাচ শুরু হবে দুপুর ৩টের সময়। টস হবে ২:৩০-টের সময়। ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে। আর লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। তবে সেক্ষেত্রে লাইভ দেখতে গেলে পয়সা লাগবে।
ভারতের সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, হারমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), জেমিমা রড্রিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), আমানজত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়্যারহ্যাম/সোফি মোলিনাক্স, কিম গার্থ, অ্যালানা কিং, মেগান শুট।