Advertisement

ICC Women WC 2025: কাল ফের মুখোমুখি ভারত-পাজিস্তান, কীভাবে ফ্রিতে দেখবেন?

রবিবার ফের ভারত-পাকিস্তান ম্যাচ। মেয়েদের বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। কলম্বোতে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচেও অনেকটাই এগিয়ে থেকে শুরু করছেন হরমনপ্রীত কৌররা। কারণ, ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বড় ব্যবধানে। তবে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে।

Aajtak Bangla
  • কলম্বো,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 3:24 PM IST

রবিবার ফের ভারত-পাকিস্তান ম্যাচ। মেয়েদের বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। কলম্বোতে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচেও অনেকটাই এগিয়ে থেকে শুরু করছেন হরমনপ্রীত কৌররা। কারণ, ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বড় ব্যবধানে। তবে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে।

কীভাবে দেখবেন ম্যাচ?

রবিবার দুপুর তিনটে থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপের এই ম্যাচ। ফ্রিতে দেখা যাবে টিভিতে। স্পোর্টস ১৮ চ্যানেলে। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে জিও হটস্টার। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা সবসময়ই বেশ কিছুটা বেশি থাকে। ফলে এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

এশিয়া কাপে নানা বিতর্ক

এশিয়া কাপে কিছুদিন আগেই ফাইনাল সহ দুই ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে জিতেছে ভারতীয় দল। প্রথমে গ্রুপ পর্বের ম্যাচে পাক দলকে হারানোর পর থেকেই নানা বিতর্ক শুরু হয়ে যায়। হাত না মেলানো নিয়ে এই বিতর্ক শুরু হয়। টসের সময় আর তারপর ম্যাচ শেষ হওয়ার পরেও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। এরপর সুপার ফোরের ম্যাচে পাক ক্রিকেটারদের অঙ্গভঙ্গি নিয়ে আবারও শুরু হয় নানা বিতর্ক। এর মধ্যেই শাস্তি পেতে হয়, পাক দলের দুই ক্রিকেটার সহ সূর্যকুমার যাদবকেও।

ফাইনাল ম্যাচ জেতার পরেও পিসিবি প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তা মহসিন নাকভির থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবরা। তা নিয়েও বিতর্ক কম হয়নি। ফলে এবার ভারতের মহিলা দলের সঙ্গে পাকিস্তানের ম্যাচেও এরকম নানা বিতর্ক হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের আঁচ পড়েছে মেয়েদের বিশ্বকাপেও। কারণ ইতিমধ্যেই পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন সানা মীর পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন কাশ্মীর বলে দেওয়ায় ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। অনেকেই সানা মীরকে কমেন্ট্রি প্যানেল থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। 

এমন আবহে ভারত-পাক ম্যাচ হওয়ায় সকলেরই নজর থাকবে সেদিকে। কারণ এই ম্যাচ ফের বিতর্কের সৃষ্টি করতে পারে। ফলে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।     

Advertisement
Read more!
Advertisement
Advertisement