Advertisement

India Vs Australia WC Semifnal: ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা, ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে ফাইনালে?

India Vs Australia WC Semifnal: এর আগেই এই একই মাঠে ২৬ অক্টোবর ভারত-বাংলাদেশ ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও একইভাবে বাধা দিয়েছিল বৃষ্টি। এখন বৃহস্পতিবারও নবি মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ, জানিয়েছে AccuWeather। দুপুর ৩টেয় ম্যাচ শুরু হওয়ার কথা, অথচ সেই সময়েই বৃষ্টি নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা, ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে ফাইনালে?ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা, ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে ফাইনালে?
Aajtak Bangla
  • মুম্বই,
  • 27 Oct 2025,
  • अपडेटेड 5:59 PM IST

India Vs Australia WC Semifnal: আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে ভারতীয় দলের সামনে এখন অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ। কিন্তু তার আগেই চিন্তা একটাই। আকাশের মেঘ। আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ডি.ওয়াই. পাটিল স্পোর্টস একাডেমিতে নির্ধারিত এই ম্যাচে বৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগেই এই একই মাঠে ২৬ অক্টোবর ভারত-বাংলাদেশ ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও একইভাবে বাধা দিয়েছিল বৃষ্টি। এখন বৃহস্পতিবারও নবি মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ, জানিয়েছে AccuWeather। দুপুর ৩টেয় ম্যাচ শুরু হওয়ার কথা, অথচ সেই সময়েই বৃষ্টি নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।

তবে সুখবরও আছে। আইসিসি এই ম্যাচের জন্য রিজার্ভ ডে (৩১ অক্টোবর) রেখেছে। অর্থাৎ, যদি বৃহস্পতিবার অন্তত ২০-২০ ওভারের খেলা না হয়, তাহলে শুক্রবার থেকে যেখান থেকে খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই ম্যাচ শুরু হবে। টস একবার হয়ে গেলে ম্যাচ ‘লাইভ’ ধরা হবে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। রিজার্ভ ডে অর্থাৎ শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস ৯০ শতাংশ! অর্থাৎ ডি.ওয়াই. পাটিলে আবারও জল জমার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন

খেলা সম্পূর্ণ ভেস্তে গেলে ফাইনালে যাবে কারা?
যদি রিজার্ভ ডেতেও ম্যাচের কোনও ফলাফল না হয়, তাহলে নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়া ফাইনালে উঠবে। কারণ, তারা লিগ টেবিলে ভারতের চেয়ে উপরে। অস্ট্রেলিয়া লিগ পর্যায়ে ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জয় পেয়েছে, একটিতে (শ্রীলঙ্কার বিরুদ্ধে) বৃষ্টির কারণে কোনও ফল হয়নি। অপরদিকে, ভারতীয় দল জিতেছিল ৩টি, হেরেছিল ৩টি, একটি ম্যাচ অনির্ধারিত ছিল।
ফলে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত লিগে ছিল চতুর্থ স্থানে। অর্থাৎ, বৃষ্টিতে যদি সেমিফাইনাল ধুয়ে যায়, তাহলে র‍্যাংকিংয়ের ভিত্তিতে অস্ট্রেলিয়াই ফাইনালে পৌঁছবে। 

অন্যদিকে, ২৯ অক্টোবর (বুধবার) গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনালের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি সেই ম্যাচও ভেসে যায়, তাহলে ইংল্যান্ড ফাইনালে যাবে, কারণ তারা পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার চেয়ে উপরে, দ্বিতীয় স্থানে ছিল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement