Advertisement

ICC World Cup Glenn Maxwell Records: দুর্দান্ত ম্যাক্সওয়েল শো, ভারতের জামাই ভাঙলেন কপিলের রেকর্ড

স্বপ্নের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এখনও পর্যন্ত বিশ্বকাপে তাঁর কাছ থেকে বড় ইনিংস পাওয়া না গেলেও এবার দলকে সেমিফাইনালে তুলে দিতে সবচেয়ে বড় ভূমিকা নিলেন ম্যাক্সি। পায়ে টান ধরলেও দলকে বিপদের মুখে ফেলে ছেড়ে যাননি। মাত্র ১২৮ বলে করেন ২০১ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির সৌজন্যে। আফগানদের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে আসেন এই অজি তারকা। তাঁর এই ইনিংস বেশ কয়েকটি রেকর্ড ভেঙে ফেলেছে।

গ্লেন ম্যাক্সওয়েল ও কপিল দেব
Aajtak Bangla
  • মুম্বই,
  • 08 Nov 2023,
  • अपडेटेड 10:13 AM IST

স্বপ্নের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এখনও পর্যন্ত বিশ্বকাপে তাঁর কাছ থেকে বড় ইনিংস পাওয়া না গেলেও এবার দলকে সেমিফাইনালে তুলে দিতে সবচেয়ে বড় ভূমিকা নিলেন ম্যাক্সি। পায়ে টান ধরলেও দলকে বিপদের মুখে ফেলে ছেড়ে যাননি। মাত্র ১২৮ বলে করেন ২০১ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির সৌজন্যে। আফগানদের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে আসেন এই অজি তারকা। তাঁর এই ইনিংস বেশ কয়েকটি রেকর্ড ভেঙে ফেলেছে।

কপিল দেবকে টপকে গেলেন ম্যাক্সওয়েল

ম্যাক্সওয়েল ভাঙলেন কপিল দেবের রেকর্ড। ৬ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের মালিক হলেন এই অজি ব্যাটার। এতদিন ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবার প্রথমে ছিলেন কপিল দেব। ১৯৮৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রান করেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন লুক রঞ্চি। যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৫ সালে অপরাজিত ১৭০ রান করেন। 

তাড়া করতে নেমে সবচেয়ে বেশি রান

প্রথম ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রান করেছেন। এই তালিকায় এতদিন সবার প্রথমে ছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাস। যিনি ২০১১ সালে ভারতের বিরুদ্ধে ১৫৮ রান করেন তিনি। এবার প্রাক্তন ইংল্য়ান্ড তারকাকে পিছনে ফেলে দিলেন ম্য়াক্সি। এদিন তিনি করলেন ২০১ রান। তৃতীয় স্থানে রয়েছেন ডেভন কনওয়ে। তিনি এই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে এই রান করেন। 

রান চেজ করতে নেমে ২০০

শুধু তাই নয়, ওডিআইতে রান চেজ করতে নেমে প্রথম ক্রিকেটার হিসাবে প্রথম কোনও ক্রিকেটার দ্বিশতরান করলেন। একদিন সবচেয়ে বেশি রান ছিল পাকিস্তানের ফখর জামানের। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে ১৯৩ রান করেন। শেন ওয়াটসন অপরাজিত ১৮৫ রান করেন বাংলাদেশের বিরুদ্ধে ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনি শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ রান করেন ২০০৫ সালে। বিরাট কোহলি রয়েছেন পঞ্চম স্থানে। তিনি ২০১২ সালে মীরপুরে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement