Advertisement

ICC World Cup 2023: 'শাকিব শ্রীলঙ্কায় এলে...' বাংলাদেশ ক্যাপ্টেনকে হুমকি ম্যাথিউজের দাদার

টাইমড আউট ইস্যুতে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এখনও রাগে ফুঁসছে শ্রীলঙ্কা। এবার অ্যাঞ্জেলো ম্যাথিউসের দাদা সরাসরি হুমকি দিয়ে দিলেন শাকিব আল হাসানকে। শুধু তাই নয়, ট্রেভিস জানিয়ে দিলেন, শ্রীলঙ্কায় খেলতে এলেই শাকিবের উদ্দেশে ইট ছোড়া হবে। 

শাকিব ও ম্যাথিউসশাকিব ও ম্যাথিউস
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 09 Nov 2023,
  • अपडेटेड 2:46 PM IST

টাইমড আউট ইস্যুতে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এখনও রাগে ফুঁসছে শ্রীলঙ্কা। এবার অ্যাঞ্জেলো ম্যাথিউসের দাদা সরাসরি হুমকি দিয়ে দিলেন শাকিব আল হাসানকে। শুধু তাই নয়, ট্রেভিস জানিয়ে দিলেন, শ্রীলঙ্কায় খেলতে এলেই শাকিবের উদ্দেশে ইট ছোড়া হবে। 

এক বছরে বেশ কয়েকবার শ্রীলঙ্কায় যেতে হয় শাকিবকে। তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজও রয়েছে। ফলে বাংলাদেশ ক্যাপ্টেনের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ল। ম্যাথিউসের দাদা ট্রেভর বলেন, 'আমরা অত্যন্ত হতাশ। বাংলাদেশের অধিনায়কের কোনও ক্রিকেটীয় সংস্কৃতিই নেই। ভদ্রলোকের খেলায় মানবিকতার কোনও উদাহরণই দেখা গেল না ওর মধ্যে। ওর এবং গোটা বাংলাদেশ দলের থেকে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। শ্রীলঙ্কায় শাকিবকে স্বাগত করা হবে না। যদি ও এখানে কোনও আন্তর্জাতিক বা এলপিএলের ম্যাচ খেলতে আসে তা হলে ওর দিকে ইট ছোড়া হবে। সমর্থকদের রাগ কতটা সেটা তখনই বুঝতে পারবে ও।' 

শাকিবের ঘটনার পর বলেন, 'আম্পায়ারেরা আমার আবেদন শুনে পাল্টা জিজ্ঞাসা করেন, আমি সত্যিই আবেদন করতে চাই কি না। আমি বললাম, কোনও ভাবেই আবেদন ফেরত নেব না। যদি আইনের মধ্যেই থাকে, তা হলে সেটা ঠিক না ভুল সেটা দেখার কোনও দরকার নেই। আমরা একটা যুদ্ধে নেমেছি। তাই সিদ্ধান্ত এমন নিতে হবে যাতে দল জেতে। ঠিক না ভুল তা নিয়ে তর্ক চলতে থাকবে। কিন্তু নিয়মের মধ্যে থাকলে, আমি ভবিষ্যতেও এই আবেদন করব।' 

পাল্টা ম্যাথিউস বলেন, 'আমি কোনও ভুল করিনি। তৈরি হওয়ার জন্যে হাতে ২ মিনিট সময় ছিল, আমি তার মধ্যেই মাঠে ঢুকে যাই। সরঞ্জাম ঠিক না থাকলে কী করব! জানি না বাংলাদেশের সাধারণ বুদ্ধি কোথায় চলে গিয়েছিল? শাকিব এবং বাংলাদেশের কাছ থেকে এমন আচরণ লজ্জাজনক। বাংলাদেশ যদি ক্রিকেট খেলার জন্যে এত নীচে নামতে পারে, তা হলে নিশ্চিত ভাবেই কিছু একটা সমস্যা হয়েছে। সাধারণ বুদ্ধি কাজে লাগালেই হত।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement