Advertisement

ICC World Cup 2023: বাবরের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া উচিত, মত প্রাক্তন পাক অধিনায়কের

বিশ্বকাপে ভারতের কাছে হারের পর নিজের দেশে বিরাট চাপে পাক ক্যাপ্টেন বাবর আজম। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা তো বটেই, তাঁর সমালোচনা শুরু করেছেন তাঁর সতীর্থরাও। শোয়েব মালিক তো সরাসরি বাবরের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। 

বাবার আজমবাবার আজম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2023,
  • अपडेटेड 5:12 PM IST

বিশ্বকাপে ভারতের কাছে হারের পর নিজের দেশে বিরাট চাপে পাক ক্যাপ্টেন বাবর আজম। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা তো বটেই, তাঁর সমালোচনা শুরু করেছেন তাঁর সতীর্থরাও। শোয়েব মালিক তো সরাসরি বাবরের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। 

ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব। মনে করেন, অধিনায়কত্ব ছাড়লে তবেই ব্যাটার বাবরের আসল প্রতিভা দেখা যাবে। ভারত-পাকিস্তান ম্যাচের পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব বলেন, 'সত্যি কথা বলতে, বাবর একসঙ্গে দু'টো চাপ সামলাতে পারছে না। ওর অধিনায়কত্ব কেড়ে নেওয়া উচিত । কারণ, ও নিজে কখনওই অধিনায়কত্ব ছাড়বে না। একমাত্র অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেই সত্যিকারের ব্যাটার বাবরকে দেখা যাবে। সেটা পাকিস্তান ক্রিকেটের পক্ষেই ভাল।'

অতীতেও বাবরের নেতৃত্ব ছাড়ার কথা বলেছেন শোয়েব মালিক। সেই সময় তিনি পাকিস্তান দলেও খেলতেন। এই নিয়ে বাবরের সঙ্গে শোয়েবের রেষারেষির কথাও শোনা গিয়েছিল। তার পর থেকেই নাকি পাকিস্তান দলে আর সুযোগ পান না প্রাক্তন অধিনায়ক শোয়েব। তিনি আরও বলেন, 'আমি আগেও বলেছি বাবরের উচিত নেতৃত্ব ছেড়ে দেওয়া। সেটা বলার একমাত্র কারণ, যাতে বাবর নিজের ব্যাটিংয়ের দিকেই শুধু মন দিতে পারে। কিন্তু ও আমার কথা বুঝতে পারেনি। আসলে আমাদের দলে সবার খুব ইগোর সমস্যা। কেউ কারও কথা শুনতে চায় না।'

আরও পড়ুন

বাবর অধিনায়কত্ব ছাড়লে পাকিস্তানের পরবর্তী অধিনায়ক কে হতে পারেন সেই নামও বলেছেন শোয়েব। তিনি বলেন, 'বাবরের পরে শাহিন আফ্রিদি রয়েছে। পাকিস্তান সুপার লিগে শাহিন অধিনায়কত্ব করে। ওর মধ্যে ভাল অধিনায়ক হওয়ার সব গুণ আছে। আর পাকিস্তান এর আগেও অনেক পেস বোলার অধিনায়ক পেয়েছে। তারা সফলও হয়েছে। আর এক জনকে পেতে সমস্যা কোথায়?'

Read more!
Advertisement
Advertisement