Advertisement

ICC World Cup 2023: হেলমেট বদলাতে গিয়ে আউট ম্যাথিউস, ক্রিকেট ইতিহাসে এই প্রথম

দুই দলই এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। পরপর ম্যাচ হেরে লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। শাকিব নিজেই স্বীকার করে নিয়েছেন, এটাই তাঁদের সবচেয়ে খারাপ বিশ্বকাপ। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থা এতটাই খারাপ যে তাদের বোর্ডই ভেঙে দেওয়া হয়েছে। ফলে দুই দলই বেশ চাপে। এবারের বিশ্বকাপে মাত্র একটা করে জয় পেয়েছে দুই দল।

Angelo Mathews/ অ্যাঞ্জেলো ম্যাথিউস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Nov 2023,
  • अपडेटेड 5:09 PM IST
  • দুই দলই এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে।
  • পরপর ম্যাচ হেরে লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আবারও শাকিব আল হাসানের ক্রিকেট স্পিরিট নিয়ে প্রশ্ন উঠে গেল। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচে দেখা গেল অদ্ভুত এক কান্ড। শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে এমন আউট আগে কখনও হয়নি।

টাইমড আউট কী?
একজন ব্যাটার আউট হওয়ার পর, ৩ মিনিটের মধ্যে পরের ব্যাটারকে ক্রিজে গার্ড নিতে হয়। তবে হেলমেট নিয়ে সমস্যা থাকায় কিছুটা সময় বেশি লেগে যায় শ্রীলঙ্কার ব্যাটারের। সেই সময় বল করছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। শাকিব আপিল করেন। তিন মিনিট পেরিয়ে যাওয়ায় আউট দিয়ে দেন আম্পায়ার। সমর্থকদের একাংশ মনে করছেন শাকিবের উচিত ছিল ম্যাথিউজকে সতর্ক করা। তা তিনি করেননি। এর জেরেই শুরু হয়েছে বিতর্ক। এমসিসি-র ৪০.১ ও ৪০.১.১ ধারায় অনুসারে এটা আউট। তবে প্রশ্ন নৈতিকতা নিয়ে। এর আগেও শাকিবের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এর আগেও ম্যানকাডিং নিয়ে এমনই বিতর্ক ছিল। পরে যদিও এই আউটকে রান আউট বলে ঘোষণা করে এমসিসি।

দুই দলই এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। পরপর ম্যাচ হেরে লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। শাকিব নিজেই স্বীকার করে নিয়েছেন, এটাই তাঁদের সবচেয়ে খারাপ বিশ্বকাপ। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থা এতটাই খারাপ যে তাদের বোর্ডই ভেঙে দেওয়া হয়েছে। ফলে দুই দলই বেশ চাপে। এবারের বিশ্বকাপে মাত্র একটা করে জয় পেয়েছে দুই দল।

দিল্লির মাঠে এই ম্যাচ হওয়া নিয়েও সংশয় দেখা গিয়েছিল। বায়ু দূষণের জেরে দিল্লিতে অনুশীলন করতে গিয়েও সমস্যায় পড়েছিল দুই দলই। তবে সব বাধা কাটিয়ে ম্যাচ হচ্ছে দিল্লিতে। তবে এই ম্যাচের শেষে আতসবাজির প্রদর্শনী দেখা যাবে না। দূষণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement