Advertisement

ICC World Cup 2023 Team India Vice Captain: ছিটকে গিয়েছেন হার্দিক, রোহিতের ডেপুটি এবার কে?

চোটের জন‍্য চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। শনিবার সকালে এমনটাই জানান হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। হার্দিকের বদলে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে এবার প্রশ্ন হল চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ডেপুটি কে হবেন? সেই নিয়ে এল বড় আপডেট। জানা যাচ্ছে, বিশ্বকাপের বাকি ম‍্যাচে দলের সহ-অধিনায়ক হচ্ছেন কে এল রাহুল। বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল। 

বিরাট কোহলির সঙ্গে হার্দিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2023,
  • अपडेटेड 6:50 PM IST

চোটের জন‍্য চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। শনিবার সকালে এমনটাই জানান হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। হার্দিকের বদলে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে এবার প্রশ্ন হল চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ডেপুটি কে হবেন? সেই নিয়ে এল বড় আপডেট। জানা যাচ্ছে, বিশ্বকাপের বাকি ম‍্যাচে দলের সহ-অধিনায়ক হচ্ছেন কে এল রাহুল। বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল। 

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক আধিকারিক বলেন,"বাকি বিশ্বকাপে কেএল রাহুলকে সহ-অধিনায়ক করেছে বোর্ড। শনিবার সকালে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার রাহুলকে তাঁর নিয়োগের বিষয়ে অবহিত করেন। আগারকার অবশ্য জাতীয় দলের সঙ্গেই রয়েছেন।" এতদিন বোলার্স এবং ব্যাটসম্যানদের মিটিংয়ে স্পেশ্যালিস্ট উইকেটরক্ষক হিসাবে উপস্থিত থাকতেন রাহুল। এবার দলের যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামতের ভূমিকা থাকবে তাঁর।

কেএল রাহুল

বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে পায়ে চোট পান হার্দিক পান্ডিয়া। লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়ে চোট লাগে তাঁর মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে। চোট সারানোর জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিলেন হার্দিক। তবুও লাভ হল না। বিশ্বকাপ থেকে ছিটকেই যেতে হল তারকা অলরাউন্ডারকে।  

এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা হার্দিকের। লিখলেন, মাঝ পথেই যে ছিটকে যেতে হবে, তা কল্পনাও করতে পারিনি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় হার্দিক লেখেন," ভাবতেই পারছি না যে আমি আর এবারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাব। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সকলকে ধন্যবাদ। এই দলটা সকলকে গর্বিত করার ক্ষমতা রাখে। আমার তরফে ভালবাসা রইল।"

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement