Advertisement

ICC World Cup 2023 India VS Netherlands: বিশ্বকাপে আজ নেদারল্যান্ড VS ভারত, কীভাবে ফ্রিতে মোবাইলে দেখবেন ম্যাচ?

এই বিশ্বকাপে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ভারতীয় দলের ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে টানা নয় ম্যাচ অপরাজিত থাকবে টিম ইন্ডিয়া। পাশাপাশি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও বেঁচে থাকবে। 

নেদারল্যান্ড ও ভারতীয় দলনেদারল্যান্ড ও ভারতীয় দল
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 12 Nov 2023,
  • अपडेटेड 9:54 AM IST

এই বিশ্বকাপে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ভারতীয় দলের ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে টানা নয় ম্যাচ অপরাজিত থাকবে টিম ইন্ডিয়া। পাশাপাশি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও বেঁচে থাকবে। 

রবিবারের ম্যাচের পর সরাসরি সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় দল। ফলে রবিবারের ম্যাচে দলে কিছু পরিবর্তন আসতে পারে। এবারের বিশ্বকাপে যারা সুযোগ পাননি তাঁদের খেলানো হতে পারে। যদিও নেদারল্যান্ডস এবারের বিশ্বকাপে দারুণ চমক দিয়েছে। তবে পরপর আট ম্যাচ জেতা দলের সামনে তাঁরা কী করতে পারেন সেটাই এখন দেখার। এই ম্যাচ জিততে পারলে কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালের আগে কিছুটা আত্মবিশ্বাস বাড়বে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সবথেকে বড় কথা, এই বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতের পেস বোলাররা। আর সেটাই চিন্তায় রাখছে বাকি দলগুলোকে।

কখন কীভাবে দেখবেন ম্যাচ?
ভারত বনাম নেদারল্যান্ড ম্যাচ ফ্রিতে দেখা যাবে। এবারের বিশ্বকাপের সমস্ত ম্যাচই ফ্রিতে দেখাচ্ছে ডিজনি প্লাস হটস্টার। যদিও টিভিতে দেখতে হলে সেই সুবিধা পাওয়া যাবে না। দুপুর দু'টো শুরু হবে এই ম্যাচ। দেড়টায় টস হবে। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। 

ভারতীয় দলে জায়গা পাবেন অশ্বিন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলেছিল চেন্নাইতে। সেই ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভালো বল করলেও এরপর আর সুযোগ পাননি এই অলরাউন্ডার। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তাঁর সুযোগ হতে পারে। সেক্ষেত্রে কোনও এক তারকা বোলারকে বিশ্রাম দিতে হবে। দলে আসতে পারেন শার্দূল ঠাকুরও। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ষষ্ঠ বোলারের খোঁজ করতে হতে পারে রোহিতকে। হার্দিক পান্ডিয়া না থাকায় সমস্যা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। তাই সেমিফাইনাল লড়াইয়ের আগে শার্দূলের সুযোগ পাওয়া এবং ফর্মে ফেরা অত্যন্ত জরুরী।    

Advertisement
Read more!
Advertisement
Advertisement