বল করতে গিয়ে চোট পেলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে টসে হেরে ফিল্ডিং করতে আসা ভারতীয় দল শুরুতে উইকেট পায়নি। এরপর বল করতে আসেন এই অলরাউন্ডার। তবে সেই ওভারেই চোট পান তিনি।
বিরাট সমস্যায় ভারতীয় দল
বিশ্বকাপের শুরুতেই শুভমন গিল ডেঙ্গি হওয়ায় দুই ম্যাচ খেলতে পারেননি। পরে যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলেন তিনি। এরপর ভারতীয় দলের কাছে আরও এক ধাক্কা এল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে। চোট পেয়ে এবার মাঠের বাইরে যেতে হল ভারতের অন্যতম তারকা অলরাউন্ডারকে। এখন তিনি পরে নেমে বল করতে পারেন কিনা সেটাই দেখার। তাঁর ব্যাটিং ও বোলিং দুই দিকেই ভালো পারফর্ম করতে হবে ভারতকে বিশ্বকাপ জেতাতে। সেখানে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তা হলে তা ভারতের জন্য বিরাট চিন্তার হবে। চোট থেকে ফেরত আসার পর থেকেই ভারতীয় দল শুধু নয়, আইপিএল-এ গুজরাত টাইটান্সের হয়েও দারুণ পারফর্ম করেছেন হার্দিক।
কীভাবে চোট পেলেন?
বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়নি। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।
বিরাট বল করতে আসতেই উচ্ছ্বাস
ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা ভাল করতে পারেনি। এর মধ্যেই হার্দিক পান্ডিয়ার চোট। ফলে সমস্যায় রয়েছে ভারতীয় দল। সেই সময়ই হঠাৎ চিৎকার করে উঠল পুনের দর্শকরা। ক্যামেরা ঘুরতেই দেখা যায় টুপি খুলে বল করতে যাচ্ছেন বিরাট কোহলি। এমনিতেই চার বোলার নিয়ে খেলছে ভারত। ফলে অন্য কোনও বোলারের তিন বল নষ্ট করতে চায়নি টিম ইন্ডিয়া। সেই জন্যই বিরাটকে বল দেওয়া হয়।