Advertisement

ICC World Cup 2023 India VS Pakistan: আরও একবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান, কীভাবে?

আহমেদাবাদে শনিবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে সহজে জিতলেও বিশ্বকাপের মঞ্চে আরও একবার বাবর আজদের মুখোমুখি হতে পারে রোহিত শর্মার ভারত। কোন কোন পরিস্থিতিতে চলতি বিশ্বকাপ টুর্নামেন্টে ফের মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল? 

ভারত-পাকিস্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2023,
  • अपडेटेड 3:05 PM IST

আহমেদাবাদে শনিবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে সহজে জিতলেও বিশ্বকাপের মঞ্চে আরও একবার বাবর আজদের মুখোমুখি হতে পারে রোহিত শর্মার ভারত। কোন কোন পরিস্থিতিতে চলতি বিশ্বকাপ টুর্নামেন্টে ফের মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল? 

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল ম্যাচ ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। লিগ পর্যায়ে প্রথম স্থানাধিকারী দলের সঙ্গে চার নম্বরে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে এই মাঠে। যদি ভারত এবং পাকিস্তান লিগ পর্বে প্রথম এবং চতুর্থ স্থানে থাকতে পারে, তাহলে দুটো দল আবারও একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। 

এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। এই ম্যাচ লিগ টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর মধ্যে আয়োজন করা হবে। যদি ভারত এবং পাকিস্তান লিগ পর্যায়ে এই দুটো জায়গা অর্জন করতে পারে, তাহলে কলকাতায় আবারও এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলবে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আবারও ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। তবে তার জন্য টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যদি ভারত এবং পাকিস্তান দু'টো সেমিফাইনালে আলাদা আলাদা খেলে জয় পায়। তাহলে ফাইনালে আবারও তাদের মধ্যে লড়াই হবে। সেক্ষেত্রে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে।

টস হেরে প্রথমে ব্যাট করতে আসা পাকিস্তানি দল ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়। মহম্মদ রিজওয়ান করেন ৪৯ রান। তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন রিজওয়ান ও বাবর। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দু'টি করে উইকেট নেন। জবাবে ভারতীয় দল ১১৭ বল বাকি থাকতে লক্ষ্য অর্জন করে। ক্যাপ্টেন রোহিত শর্মা ৬৩ বলে ৮৬ রান করেন, যার মধ্যে ছয়টি ছক্কা এবং অনেক বেশি চার ছিল। শ্রেয়াস আইয়ারও খেলেছেন ৫৩ রানের অপরাজিত ইনিংস।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement