Advertisement

ICC World Cup 2023 Sachin Tendulkar VS Shoaib Akhtar: সচিনের কড়া জবাবে সুর নরম করলেন শোয়েব, ঠিক কী হয়েছিল ?

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা এই ম্যাচে পাকিস্তান দল মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায়। জবাবে ৩১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার ভারত।

শোয়েবকে পালটা খোঁচা সচিনের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2023,
  • अपडेटेड 2:51 PM IST

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা এই ম্যাচে পাকিস্তান দল মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায়। জবাবে ৩১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার ভারত।


বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা অষ্টম জয় পেল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার জয়ের পর ভারতীয় ভক্তরা আনন্দে মেতে ওঠেন। মহান ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। ভারতের জয়ের পর পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারকেও যোগ্য জবাব দিয়েছেন সচিন। ম্যাচের একদিন আগে শোয়েব আখতার এক্স (টুইটার) অ্যাকাউন্টে ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে শোয়েব আখতারকে সচিন তেন্ডুলকরের উইকেট নিয়ে উদযাপন করতে দেখা গিয়েছে। সচিন সেই ম্যাচে শূন্য রানে আউট হন। সেই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে খেলা হয়। পোস্টের ক্যাপশনে শোয়েব আখতার লিখেছেন, 'আগামীকাল এমন কিছু করতে চাইলে শান্ত থাকুন।'

ভারতীয় দলের জয়ের পর শোয়েব আখতারকে জবাব দিয়েছেন স্বয়ং সচিন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , 'বন্ধু, তোমার পরামর্শ মেনে সবকিছু একেবারে শান্ত রেখেছি।' ভারতের জয় এবং সচিনের এই পোস্টের পর ব্যাকফুটে চলে আসেন শোয়েব আখতার। শোয়েব সচিনকে উত্তর দিয়েছিলেন, ' বন্ধু, তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। এই ম্যাচটা নিশ্চয়ই উপভোগ করেছেন। আপনি সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমাদের বন্ধুত্বপূর্ণ আড্ডা অবশ্যই চলতে থাকবে।'

টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগও পাকিস্তানি ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্সকে খোঁচা দিয়েছেন। লিখেছেন, 'আমাদের আতিথেয়তা আলাদা। পাকিস্তানের সব খেলোয়াড়ই ব্যাটিং করতে পারে। প্রত্যেকের যত্ন নেওয়া হয়।'

টস হেরে প্রথমে ব্যাট করতে আসা পাকিস্তানি দল ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়। মহম্মদ রিজওয়ান করেন ৪৯ রান। তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন রিজওয়ান ও বাবর। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দু'টি করে উইকেট নেন। জবাবে ভারতীয় দল ১১৭ বল বাকি থাকতে লক্ষ্য অর্জন করে। ক্যাপ্টেন রোহিত শর্মা ৬৩ বলে ৮৬ রান করেন, যার মধ্যে ছয়টি ছক্কা এবং অনেক বেশি চার ছিল। শ্রেয়াস আইয়ারও খেলেছেন ৫৩ রানের অপরাজিত ইনিংস।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার এবং ভারতের সচিন তেন্ডুলকরের মধ্যে ক্রিকেট মাঠে বহুবার লড়াই হয়েছে। সচিন আখতারের বলে অনেক রান করেন। তবে সচিনকে দিলেন শোয়েব আখতার আউটও হয়েছেন মোট নয়বার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement