Advertisement

ICC World Cup 2023: 'বিরাটকে বোলিং দাও', খেলার মাঝেই আবদার দর্শকদের, যা করলেন কোহলি

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল দারুণ জয় পেয়েছে। মাত্র ৫৫ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়া ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করেছেন। এবারের বিশ্বকাপে বিরাট কোহলিকেও বল হাতে দেখা গিয়েছে। যা দর্শকদের আনন্দ দিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় দল যখন একের পর এক উইকেট তুলে নিচ্ছে তখন ওয়াংখেড়ের গ্যালারি থেকে দাবি করা হতে থাকে এবার বিরাটকে বল দেওয়া হোক। তা শুনে বিরাটও প্রতিক্রিয়া জানিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বল হাতে বিরাট কোহলি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Nov 2023,
  • अपडेटेड 11:17 AM IST

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল দারুণ জয় পেয়েছে। মাত্র ৫৫ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়া ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করেছেন। এবারের বিশ্বকাপে বিরাট কোহলিকেও বল হাতে দেখা গিয়েছে। যা দর্শকদের আনন্দ দিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় দল যখন একের পর এক উইকেট তুলে নিচ্ছে তখন ওয়াংখেড়ের গ্যালারি থেকে দাবি করা হতে থাকে এবার বিরাটকে বল দেওয়া হোক। তা শুনে বিরাটও প্রতিক্রিয়া জানিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বাংলাদেশের বিরুদ্ধে অষ্টম ওভার বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ওভারের তৃতীয় বলে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ ঠেকাতে গিয়ে পায়ে চোট পান হার্দিক। লিগামেন্টে চোট লাগায় আর বল করতে পারেননি তিনি। ওভারের বাকি ৩ বল করেছিলেন বিরাট। তা দেখে দারুণ খুশি হয়েছিলেন সমর্থকরা। সেই কারণেই ওয়াংখেড়েতে ভারতের জয় যখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে তখনই ভারতীয় সমর্থকরা দাবি করতে থাকেন বিরাটকে বল দেওয়া হোক। সেই দাবি শুনে স্লিপে দাঁড়িয়ে থাকা বিরাটকে রান আপ নিতেও দেখা যায়। পাশাপাশি আরও জোরে এই স্লোগান দিতে দর্শকদের উদ্বুদ্ধ করতে থাকেন কিং কোহলি।

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। এক বছরে সবচেয়ে বেশিবার ১০০০ রান করা ক্রিকেটারদের তালিকায় সচিন তেন্ডুলকরকে টপকে শীর্ষে তিনি। নেটে ব্যাটের পাশাপাশি চুটিয়ে বোলিংও করছেন বিরাট। হার্দিক না থাকায় পাঁচ বোলারে খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। পাঁচ বোলারই দুর্দান্ত ছন্দে থাকায় ম্যাচ জিততে অসুবিধা হচ্ছে না টিম ইন্ডিয়ার। তবে, যদি কোনওদিন কোনও বোলার বেশি রান খেতে থাকেন তবে তা হলে তাঁকে সরিয়ে ষষ্ঠ বোলার হিসেবে কি ব্যবহার করা হবে কোহলিকে? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।

তবে টিম ইন্ডিয়ার বোলারদের যা ফর্ম তাতে এখনই বল করার সুযোগ পাবেন না বিরাট। বৃহস্পতিবারও ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বিরাট অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ৮৮ রান করে আউট না হলে একদিনের ক্রিকেটে সেঞ্চুরির নিরিখে সচিনকে ছুঁয়ে ফেলার সুযোগ ছিল তাঁর কাছে। মাস্টার ব্লাস্টারের ঘরের মাঠে তাঁর সামনে তাঁর রেকর্ড ছোঁয়ার দারুণ কৃতিত্ব মিস করে গেলেও দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ একটুও ছাড়েননি কিং কোহলি। তাঁর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement