Advertisement

ICC World Cup 2023 New Zealand VS Pakistan: পাকিস্তানের সামনে রানের পাহাড় নিউজিল্যান্ডের, অদ্যই শেষ সেমির আশা?

চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ড ব্যাটাদের দাপটে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। টসে জিতে বাবর আজমের ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরুতে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদিদের বেধড়ক পেটান কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্ররা। পাকিস্তানের সামনে  রানের বড় লক্ষ্য রাখল ব্ল্যাক ক্যাপসরা। 

কেন উইলিয়ামসন ও রচিন রবীন্দ্রকেন উইলিয়ামসন ও রচিন রবীন্দ্র
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 04 Nov 2023,
  • अपडेटेड 2:45 PM IST

চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ড ব্যাটাদের দাপটে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। টসে জিতে বাবর আজমের ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরুতে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদিদের বেধড়ক পেটান কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্ররা। পাকিস্তানের সামনে ৪০২ রানের বড় লক্ষ্য রাখল ব্ল্যাক ক্যাপসরা। 

কেন সম্ভাবনা কমল বাবরদের?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। তবে শুধু জিতলে হবে না। বড় ব্যবধানে জিততে হবে। কারণ, নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে 'দুর্বল' শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে রান রেটের বিচারে নিউজিল্যান্ড এগিয়ে যাবে। পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে রান রেট বাড়িয়ে নেওয়া সহজ হবে না। পয়েন্ট টেবিলে শেষে থাকলেও বিদায়ের আগে শেষ কামড় দিতে মরিয়া হবেন বেন স্টোকসরা। ফলে সেই ম্যাচ জেতাই কঠিন হয়ে যেতে পারে বাবরদের। 

এদিন শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন কিউয়ি ব্যাটাররা। রাচিন রবীন্দ্র ৯৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। ১৫টা চার একটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। চোট সারিয়ে ফেরার পরেও, দারুণ ছন্দে উইলিয়ামসন। ৭৯ বলে করে ৯৫ রান। ১০টা চার আর ২টো ছক্কা মারেন। শুরুতে পাক বোলাররা উইকেট তুলতে না পারায় বড় পার্টনারশিপ গড়ে তোলে নিউজিল্যান্ড। এদিন পাক বোলাদের লাইন লেংথ নিয়েও প্রশ্ন ওঠে। 

আরও পড়ুন

১০ ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট পান মহম্মদ ওয়াসিম। ১০ ওভারে ৮২ রান দিয়ে একটা মাত্র উইকেট পান হাসান আলি। হ্যারিস রাউফ তাঁর ১০ ওভারে দেন ৮৫ রান। পেয়েছেন ১ উইকেট। এদিনও উইকেট পাননি শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে দিয়েছেন ৯০ রান। শেষদিকে মিশেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিং-এ ৪০০ পার করে নিউজিল্যান্ড 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement