Advertisement

ICC World Cup 2023: 'শ্রেষ্ঠত্ব এবং অধ্যবসায়ের উদাহরণ', বিরাটের বিশ্বরেকর্ডে বললেন PM মোদী

'বিরাট' বিশ্বরেকর্ডে দেশবাসী মন কাড়লেন কিং কোহলি। সচিনকে টপকে ওয়ান ডে ফর্ম্যাটে ৫০ শতরান করে ফেললেন বিরাট। জয় করে নিলেন বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে ওয়ান ডে'তে ৫০ শতরানের খেতাব। টপকে গেলেন সচিনকেও। দেশের প্রতিটা কোণায় বিরাটের নামের জয়গান।

বিরাটের বিশ্বরেকর্ডে অভিবাদন PM মোদীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2023,
  • अपडेटेड 8:11 PM IST
  • 'বিরাট' বিশ্বরেকর্ডে দেশবাসী মন করলেন কিং কোহলি
  • সচিনকে টপকে ওয়ান ডে ফর্ম্যাটে ৫০ শতরান করে ফেললেন বিরাট
  • প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও

'বিরাট' বিশ্বরেকর্ডে দেশবাসী মন কাড়লেন কিং কোহলি। সচিনকে টপকে ওয়ান ডে ফর্ম্যাটে ৫০ শতরান করে ফেললেন বিরাট। জয় করে নিলেন বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে ওয়ান ডে'তে ৫০ শতরানের খেতাব। টপকে গেলেন সচিনকেও। দেশের প্রতিটা কোণায় বিরাটের নামের জয়গান। প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জয়গর্ব প্রকাশ করে এক্স হ্যান্ডেলে বিরাটকে নিয়ে করলেন ট্যুইট।

ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, আজ, বিরাট কোহলি শুধুমাত্র তাঁর ৫০-তম ওডিআই সেঞ্চুরিই করেননি, বরং শ্রেষ্ঠত্ব এবং অধ্যবসায়ের চেতনার উদাহরণও দিয়েছেন, যা সেরা ক্রীড়াবিদদের সংজ্ঞায়িত করে। এই অসাধারণ মাইলফলকটি তার স্থায়ী উত্সর্গ এবং ব্যতিক্রমী প্রতিভার প্রমাণ। আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানদণ্ড স্থাপন করতে পারেন।"

নিউজিল্যান্ড বনাম ভারতের সেমিফাইনালে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ৫০টি শতরান করেন কোহলি। শুধু এই রেকর্ড নয়, বিশ্বকাপে রান সংখ্যার নিরিখেও সচিনকে টপকে গিয়েছেন বিরাট। এর আগে ৮০ রান করার সঙ্গে সঙ্গে এক বিশ্বকাপে সচিনের সব থেকে বেশি রান করার রেকর্ডও ভেঙে দেন তিনি। ২০০৩ সালের বিশ্বকাপে সচিন করেছিলেন ৬৭৩ রান। এ দিনই বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এক বিশ্বকাপে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। সচিন, ম্যাথু হেডেন, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা এবং শাকিব আল হাসানের এই কৃতিত্ব ছিল।      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement