Advertisement

ICC World Cup 2023 Pakistan Team: পাকিস্তান টিমে গোষ্ঠীদ্বন্দ্ব! সে দিন হারের পর কী হয়েছিল ড্রেসিংরুমে?

বিশ্বকাপের মঞ্চে টানা তিন ম্যাচ হার। প্রতিবেশি আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর, পাহাড় প্রমাণ চাপে বাবর আজমের পাকিস্তান। এর মধ্যেই শোনা গেল আরও ভয়ঙ্কর এক খবর। বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল আগেই। আর এবার শোনা যাচ্ছে পাক ড্রেসিংরুমেও নাকি ভাঙন ধরেছে। 

পাকিস্তান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2023,
  • अपडेटेड 12:32 PM IST

বিশ্বকাপের মঞ্চে টানা তিন ম্যাচ হার। প্রতিবেশি আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর, পাহাড় প্রমাণ চাপে বাবর আজমের পাকিস্তান। এর মধ্যেই শোনা গেল আরও ভয়ঙ্কর এক খবর। বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল আগেই। আর এবার শোনা যাচ্ছে পাক ড্রেসিংরুমেও নাকি ভাঙন ধরেছে। 

কিছু ক্রিকেটার নাকি যোগ্য সম্মানই পাচ্ছেন না। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন পাকিস্তানের তারকা ব্য়াটার আহমেদ শাহজাদ। এক পাক সংবাদমাধ্য়মকে শাহজাদ বলেন, 'বেশ কিছু প্লেয়াদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা দলে ঠিক মতো জায়গা পাচ্ছে না। অন্যান্যদের মতো তাদের কদর করছে না দল। কয়েকজন প্লেয়ারকে নিয়েই মাতামাতি করা হচ্ছে। বঞ্চিত হচ্ছে বাকিরা।' স্পিনার উসামা মীরের ব্যাপারেও মুখ খুলেছেন শাহজাদ। তাঁর কথায়, 'ওকে নেওয়ার কথা অনেক বার বলতে হয়েছে। ও ভালো স্পিনার। কিন্তু ওকে মাঠে নামানো হচ্ছে ১১ তম ওভারে। কিছু প্লেয়ারকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে বাকিরা গুরুত্ব পাচ্ছে না। এতে টিমের বাঁধন নষ্ট হচ্ছে।' 

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এর মধ্যেই ক্রিকেটারদের মধ্যে দূরত্ব তৈরি হয়ার যে খবর সামনে আসছে তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আরও সমস্যায় পড়বে তা বলাই যায়। এত বিতর্কের মধ্যেই শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। চেন্নাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। পাকিস্তানকে দ্রুত উইকেয়াত নিতে হবে। না হলে যে কোনও সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন ডিকক, ক্লাসেনরা।

অন্যদিকে বাবরদের সমস্যা বাড়িয়ে দিয়েছে বোলারদের খারাপ পারফরম্যান্স। যে বোলিং পাকিস্তানের গর্ব ছিল, সেই বোলিং-ই ডোবাচ্ছে তাদের। শাহিন শাহ আফ্রিদিরা চেনা ছন্দে নেই। শুক্রবারের ম্যাচে বোলাররা যদি সেই ফর্ম ফেরত পান তা হলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হবে পাকিস্তানের সামনে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement