Advertisement

ICC World Cup 2023 Babar Azam: বিশ্বকাপ মিটলেই হয়তো বাবরের ইতি, পাকিস্তানের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে কারা?

এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে, এবারের বিশ্বকাপের পরেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বাবর আজমকে। পাকিস্তান বোর্ড সূত্রেও এমনটাই জানা গিয়েছে। অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পেয়েছেন বাবর। তাই তিনি ব্যর্থ হলে বিকল্প ক্যাপ্টেনের সন্ধান করবে পাকিস্তান।

বাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2023,
  • अपडेटेड 2:54 PM IST

এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে, এবারের বিশ্বকাপের পরেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বাবর আজমকে। পাকিস্তান বোর্ড সূত্রেও এমনটাই জানা গিয়েছে। অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পেয়েছেন বাবর। তাই তিনি ব্যর্থ হলে বিকল্প ক্যাপ্টেনের সন্ধান করবে পাকিস্তান।
 

ক্যাপ্টেন কারা হতে পারেন?
পরের বছরেই টি২০ বিশ্বকাপ রয়েছে। ২০২৫ সালে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ফলে এই দুই বছরের কথা মাথায় রেখেই দল গড়তে হবে। তিনটি নাম উঠে এসেছে আলোচনায়। তাঁরা হলেন সরফরাজ আহমেদ, মহম্মদ রিজ়ওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। তাঁদের মধ্যে থেকে এক জনকে অধিনায়ক করা হতে পারে। বোর্ডের ওই কর্তা বলেন, “সরফরাজকে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে অধিনায়ক করা হতে পারে। শাহিনকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব দেওয়া হতে পারে।” উল্লেখ্য, সরফরাজ বিশ্বকাপের দলেই নেই। তিনি এক সময় অধিনায়ক ছিলেন। বাবরকে সরিয়ে আবার তাঁকে ফিরিয়ে আনা হতে পারে।
শুধু অধিনায়ক নন, বিশ্বকাপের পর চাকরি যেতে পারে কোচ এবং সাপোর্ট স্টাফদেরও। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে পাকিস্তান। সেখানে নতুন অধিনায়ক এবং কোচদের দেখা যেতে পারে। ২০১৯ সালে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছিল বাবরকে। ২০২১ সালে তাঁকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

বিশ্বকাপে পর পর তিনটি ম্যাচ হেরেছে পাকিস্তান। এর মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধেও হারতে হয়েছে তাদের। যা একেবারেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের বোর্ড কর্তারা। এক কর্তা বলেন, 'পাকিস্তান যদি আগামী সব ক’টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠতে পারে, তা হলেই এক মাত্র বাবরের নেতৃত্ব বাঁচতে পারে। তাতেও হয়তো বাবরকে শুধু লাল বলে অধিনায়ক করে রাখা হবে। সাদা বলের নেতৃত্ব থাকবে না।' বিশ্বকাপে যদি পাকিস্তান সেমিফাইনালে উঠতে না পারে, তা হলে বাবর নিজেই নেতৃত্ব ছেড়ে দিতে পারেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement