Advertisement

ICC World Cup 2023 Pakistan Team: পাকিস্তান দলে অশান্তি! বাবরের ফোন ধরছেন না PCB চেয়ারম্যান?

পাকিস্তানের এবারের বিশ্বকাপে পারফর্ম্যান্স খুবই খারাপ। একের পর এক ম্যাচে হারের জেরে নাকি ক্যাপ্টেন বাবর আজমের কথাবার্তা বন্ধ করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। এমনটা জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। ২০২৩ বিশ্বকাপে টানা চার ম্যাচ হেরে কোণঠাসা পাকিস্তান।

বাবর আজমবাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2023,
  • अपडेटेड 6:22 AM IST

পাকিস্তানের এবারের বিশ্বকাপে পারফর্ম্যান্স খুবই খারাপ। একের পর এক ম্যাচে হারের জেরে নাকি ক্যাপ্টেন বাবর আজমের কথাবার্তা বন্ধ করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। এমনটা জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। ২০২৩ বিশ্বকাপে টানা চার ম্যাচ হেরে কোণঠাসা পাকিস্তান।

মনেই করা হয়েছিল, পাকিস্তান এবারের বিশ্বকাপে ভাল ফল করতে না পারলে ক্যাপ্টেন্সি ছাড়তে হবে বাবর আজমকে। এবারের বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে বাবরদের। এই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। দলের এই পারফরম্যান্সের কারণেই হতাশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। অধিনায়ক বাবরের উপর বিশেষভাবে ক্ষুব্ধ তিনি। 

লতিফ একটি টেলিভিশন শোয়ে বলেন, ‘আমি জানি বাবর ভারত থেকে যখন আশরফকে ফোন করছে তখন আশরফ ওর ফোন ধরছে না। এমনকি, মেসেজ করলেও তার জবাব দিচ্ছে না। বাবরের উপর খুব রেগে রয়েছে আশরফ।’ লতিফ আরও জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটাররা এখনও বেতন পাননি। বিশ্বকাপ খেলতে আসার আগে চুক্তি নবীকরণ হয়েছিল বাবরদের। সেই চুক্তিএখনও বাস্তবায়িত না হওয়ায় বেতন পাচ্ছেন না তাঁরা। প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, 'বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই ওরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিতে সই করেছিল। কিন্তু এখন বোর্ডের কয়েক জন আধিকারিক ওদের জানিয়েছে, সেই সব চুক্তি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বকাপের পারফরম্যান্সের উপর নির্ভর করে চুক্তিতে বদল হতে পারে।'

বিশ্বকাপ থেকে এখনই বিদায় হয়ে যায়নি পাকিস্তানের। শেষ তিনটি ম্যাচের তিনটি তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। তবে দল সেমিফাইনালে যেতে না পারলে বাবরকে ক্যাপ্টেন্সি থেকে সরতে হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement