Advertisement

ICC World Cup 2023 Pakistan VS Afghanistan: বিশ্বকাপে ফের অঘটন, আফগানিস্তানের কাছে হার পাকিস্তানের; বিদায়ের মুখে বাবররা

আফগানিস্তানের বিরুদ্ধেও হার। পরপর তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। সোমবার চেন্নাইয়ে বাবর আজমরা হারলেন  উইকেটে। ইংল্যান্ডকে হারানোর পর আবারও পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান।  

খেলার ছবি
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 23 Oct 2023,
  • अपडेटेड 10:19 AM IST

আফগানিস্তানের বিরুদ্ধেও হার। পরপর তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। সোমবার চেন্নাইয়ে বাবর আজমরা হারলেন ৮ উইকেটে। ইংল্যান্ডকে হারানোর পর আবারও পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান।  

এ দিন টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর আজম। ওপেন করতে নেমে ইমান উল হক ২২ বলে ১৭ রান করে আউট হলেও আব্দুল্লা শাফিক ৭৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এরপর ক্যাপ্টেন বাবর আজমও দারুণ ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৭৪ রান। যদিও এদিন রান পাননি মহম্মদ রিজওয়ান। মাত্র ৮ রান করে ফিরতে হয় তাঁকে। সৌদ শাকিলও বড় রান করতে পারেননি। ৩৪ বলে ২৫ রান করে আউট হন তিনি। শেষদিকে শাহাদাব খান ও ইফতিকার আহমেদ দুইজনেই ৪০ রান করে করেন। ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে পাকিস্তান। 

আফগানদের হয়ে ৩ উইকেট নেন নূর আহমেদ। ১০ ওভারে দেন ৪৯ রান। নবীন উল হক পেয়েছেন ২টি উইকেট। ৭ ওভার বল করে দিয়েছেন ৫২ রান। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ নবী ও আজমাতুল্লাহ ওমরজাই। যদিও ওমরজাই ৫ ওভারে দিয়েছেন ৫০ রান। নবী যদিও ব্যাটারদের রানের গতি একেবারেই বাড়াতে দেননি। ১০ ওভার বল করে দিয়েছেন ৩১ রান। 

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। প্রথম উইকেটেই ১৩০ রানের জুটি গড়ে তোলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জার্দন। গুরবাজের ৫৩ বলে ৬৫ রানের ইনিংসে ছিল ৯টা চার ১টা ছক্কা। গুরবাজ আউট হওয়ার পরেও উইকেটে টিকে ছিলেন জার্দন। অপরাজিত থাকেন রহমত শাহ। ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে। অপরদিকে অপরাজিত থাকেন ক্যাপ্টেন হাসনাতুল্লাহও। মাত্র ৪৫ বল খেলে ৪৮ রান করেন তিনি।         

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement