Advertisement

ICC World Cup 2023 India VS Bangladesh: পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিয়ে কী দেখালেন জাদেজা? VIRAL VIDEO

দারুণ ফিল্ডার বলে বিশ্বক্রিকেটে সুখ্যাতি রয়েছে রবীন্দ্র জাদেজার। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার রীতি চালু হয়েছে টিম ইন্ডিয়ায়। তিনটে ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও এই পুরস্কার পাননি জাদেজা। তবে বাংলাদেশের বিরুদ্ধে দারুণ ক্যাচ নিয়ে সেই পুরস্কারের দাবিই তুলে ধরলেন জাড্ডু। 

দুর্দান্ত ক্যাচ জাদেজারদুর্দান্ত ক্যাচ জাদেজার
Aajtak Bangla
  • পুনে,
  • 19 Oct 2023,
  • अपडेटेड 7:31 PM IST

দারুণ ফিল্ডার বলে বিশ্বক্রিকেটে সুখ্যাতি রয়েছে রবীন্দ্র জাদেজার। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার রীতি চালু হয়েছে টিম ইন্ডিয়ায়। তিনটে ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও এই পুরস্কার পাননি জাদেজা। তবে বাংলাদেশের বিরুদ্ধে দারুণ ক্যাচ নিয়ে সেই পুরস্কারের দাবিই তুলে ধরলেন জাড্ডু। 

পুরস্কারের দাবি জাদেজার
বৃহস্পতিবার পয়েন্ট অঞ্চলে মুশফিকুর রহিমের ক্যাচ ধরেই পুরস্কারের দাবি জানালেন বাঁহাতি অলরাউন্ডার। ইনিংস তখন প্রায় শেষের দিকে। রানের গতি বাড়াতে চাইছে বাংলাদেশ। এমন অবস্থায় কাট খেলতে যান বাংলাদেশের উইকেটকিপার। বল উপরের দিকে উঠে যায়। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরেন জাদেজা। ক্যাচ ধরার পরেই গলায় মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত দেখান। মাঠের ধারে ডাগ আউটের সামনে সে সময় দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর দিকে তাকিয়েই জাদেজা পুরস্কারের দাবি জানান। যা দেখে হেসে ফেলেন দলের অন্য ক্রিকেটারেরাও।

সে সময় ভারতীয় দলের ডাগ আউটের কাছেই বসেছিলেন রিজার্ভ আম্পায়ার মারাইস ইরাসমাস। দক্ষিণ আফ্রিকার আম্পায়ারও দিলীপকে ডেকে মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত করে কিছু বলেন। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, জাদেজার দাবিকে সমর্থন করেছেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের অন্যতম সদস্যও। অনেকে আবার বলেছেন, বিষয়টি হয়তো বুঝতে পারেননি ইরাসমাস। তাই দিলীপকে ডেকে জাডেজার ইঙ্গিতের মানে বোঝার চেষ্টা করেন তিনি। জাডেজার মেডেল চাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে সেরা ফিল্ডার বেছে নিয়েছেন দলের ফিল্ডিং কোচ দিলীপ। পুরস্কার পাওয়া ক্রিকেটারদের দেওয়া হয়েছে সোনার মেডেল। সেই মেডেল এখনও পাননি জাদেজা। প্রথম তিনটি ম্যাচে এই পুরস্কার পেয়েছেন যথাক্রমে বিরাট কোহলি, শার্দূল ঠাকুর এবং কেএল রাহুল।

Read more!
Advertisement
Advertisement