Advertisement

ICC World Cup 2023 Rohit Sharma Injury: কব্জিতে চোট রোহিত শর্মার, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন?

রবিবার বিশ্বকাপে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে চোট পেলেন রোহিত শর্মা। শোনা যাচ্ছে, হাতে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের। কিন্তু বড় ম্যাচের আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল রোহিত শর্মার চোট।

চোট পেলেন রোহিত শর্মা
Aajtak Bangla
  • লখনউ,
  • 29 Oct 2023,
  • अपडेटेड 12:35 PM IST

রবিবার বিশ্বকাপে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে চোট পেলেন রোহিত শর্মা। শোনা যাচ্ছে, হাতে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের। কিন্তু বড় ম্যাচের আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল রোহিত শর্মার চোট।

এর আগে চোটের কবলে প্রেছিলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তো বটেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কবে তিনি দলে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চিয়তা এখনও পর্যন্ত নেই। এরই মধ্যে ইংল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা। শনিবার একানা স্টেডিয়ামে রোহিত ব্যাটিং অনুশীলনের সময় কবজিতে চোট পান। চোট লাগতেই নেট ছেড়ে বেরিয়ে যান রোহিত শর্মা। তবে তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। ভাফ্রতীয় ফ্যানদের আশা রবিবার মাঠে নাম্বেন ক্যাপ্টেন।

চোট লাগার পর তড়িঘড়ি ফিজিওর কাছে যান ভারত অধিনায়ক। ফিজিও তার চোট খতিয়ে দেখেন। রোহিতের চোটের খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে যে আদৌ রেহিত শর্মা ইংল্যান্ড ম্যাচে খেলবেন কিনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চোট খুব একটা গুরুতর নয়। যদিও ভারতীয় দলের থেকে রোহিতের চোট সম্পর্কে এখনও কোনও আপডেট মেলেনি। 

বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচ কখনোই একতরফা হয়নি। ইতিহাসে দেখা যায় বিশ্বকাপে ইংল্যান্ডের এখনও ভালো পরিসংখ্যান রয়েছে। ৮টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৩টি, ইংল্যান্ড জিতেছে ৪টি এবং ১টি ম্যাচ টাই হয়েছে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ জয় ছিল ২০০৩ সালে। ২০১১ বিশ্বকাপে, উভয়ের মধ্যে ম্যাচটি টাই হয়েছিল, যেখানে ২০১৯ সালে বিশ্বকাপে টিম ইন্ডিয়া ৩১ রানে হেরেছিল।

Advertisement

ভারতের সম্ভাব্য প্লেয়িং 11: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা আর. অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ শামি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement