Advertisement

ICC World Cup 2023 Shubman Gill Update: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেন গিল, কেমন আছেন?

চেন্নাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেন শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর প্লেটলেট দ্রুত কমে যাওয়ায়, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ভারতীয় দলের ওপেনারকে। তবে এবার তিনি ছাড়া পেয়েছেন বলে সূত্রের খবর।

শুভমন গিল
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 10 Oct 2023,
  • अपडेटेड 11:32 AM IST

চেন্নাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেন শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর প্লেটলেট দ্রুত কমে যাওয়ায়, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ভারতীয় দলের ওপেনারকে। তবে এবার তিনি ছাড়া পেয়েছেন বলে সূত্রের খবর।
 
ইন্ডিয়া টুডেকে বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছিলেন, 'শুভমন গিলের প্লেটলেট কমে গিয়েছে এবং তাঁকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল টিমও তাকে পর্যবেক্ষণ করছে।' চিকিৎসার পর মঙ্গলবার সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। গিলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে এখন হাস্পাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে ফিরে গিয়েছেন বলে জানা যাচ্ছে।  ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে চেন্নাইয়ে গেলেও অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে খেলতে পারেননি গিল।  তিনি যে আফগানিস্তান ম্যাচেও খেলছেন না তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। 

পাকিস্তান ম্যাচে পাওয়া যাবে গিলকে?
পাকিস্তানের বিরুদ্ধে ১৪ অক্টোবর খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে গিলকে পাওয়া যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। বিসিসিআই-এর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতেও বলা হয়নি, গিল কতদিন পর মাঠে নামতে পারবেন। 
 

বিবৃতি দিয়েছিল বিসিসিআই
সোমবার বিসিসিআইয়ের তরফে বলা হয়, '৯ অক্টোবর দলের সঙ্গে দিল্লিতে যাবেন না টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমন গিল। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি ওপেনিং ব্যাটার। আগামী ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতেরও পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন না। উনি চেন্নাইয়ে থেকে যাবেন। মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন তিনি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement