Advertisement

ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বিশেষ বন্দেভারত, কখন-কোথা থেকে ছাড়বে?

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় দল প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদিও সকলের চোখ থাকবে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। সেই মহারণের জন্য বিশেষ বন্দে ভারত ট্রেন চালানো হবে। জানান হল ভারতীয় রেলের পক্ষ থেকে।

ভারত পাক ম্যাচ নিয়ে বিশেষ ব্যবস্থা রেলের
Aajtak Bangla
  • আমদাবাদ,
  • 07 Oct 2023,
  • अपडेटेड 11:19 AM IST
  • ১৪ অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
  • বিশেষ বন্দেভারত এক্সপ্রেস চালাবে রেল

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় দল প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদিও সকলের চোখ থাকবে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। সেই মহারণের জন্য বিশেষ বন্দে ভারত ট্রেন চালানো হবে। জানান হল ভারতীয় রেলের পক্ষ থেকে।
 

কোথা থেকে পাওয়া যাবে বন্দে ভারত? 
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ম্যাচ দেখতে আমদাবাদে হাজির হবেন সমর্থকরা। দেশের বাইরে থেকেও বেশ কিছু সমর্থক খেলা দেখতে আসছেন। এই ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুঁসছে গোটা দেশ। আমেদাবাদে হোটেল পাওয়া জাচ্ছে না। বিমানের ভাড়াও আকাশ ছুঁয়েছে। সমর্থকদের সুবিধার জন্য এবার এগিয়ে এল ভারতীয় রেল। সমর্থকরা যাতে খেলা দেখে সাবধানে বাড়ি ফিরতে পারে তার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে তারা। বিভিন্ন রাজ্য থেকে চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র থেকে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চলবে এবং সবরমতি এবং আমদাবাদে থামবে। সবরমতি এবং আমদাবাদ উভয়ই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কাছাকাছি দূরত্বে রয়েছে। 
ফলে খেলা দেখে ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারবেন ফ্যানরা। রেলের এক কর্মকর্তা বলেন, 'শিডিউল এমনভাবে করা হয়েছে যে ট্রেনটি ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে আমদাবাদে পৌঁছে যাবে। যাতে যাত্রীরা খেলা শেষ হওয়ার পরে তাদের বাড়ির গন্তব্যে ফিরে যেতে পারে। এমনকী খেলা শেষ হওয়ার পরে দর্শকদের বাড়ি ফিরে যাওয়ার সুবিধা দেবে।'


ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দেওয়া শুরু হতেই সব শেষ হয়ে যায়। ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে না। বিরাট চাহিদার সুযোগ নিচ্ছেন হোটেল মালিকরা। সাধারণ হোটেলের ভাড়া পৌঁছে গিয়েছে ১০-১২ হাজার টাকায়। সাধারণ হোটেলের ভাড়া যদি এতগুণ বেড়ে যায়, তা হলে বড় হোটেল গুলির অবস্থা কী হবে তা বোঝাই যাচ্ছে।       
   
ভারতের ম্যাচ কবে কখন?
ভারত বনাম অস্ট্রেলিয়া ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান ১৫ অক্টোবর, আমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ ১৯ অক্টোবর, পুণে
ভারত বনাম নিউজিল্যান্ড ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড ২৯ অক্টোবর, লখনউ
ভারত বনাম আফগানিস্তান ১১ নভেম্বর, মুম্বই 
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম নেদারল্যান্ডস ১২ নভেম্বর, বেঙ্গালুরু

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement