Advertisement

ICC World Cup 2023: 'পাকিস্তান জিন্দাভাগ,' পাকিস্তানকে ট্রোল করে পোস্ট শেহওয়াগের

বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে পাকিস্তান দলের। অঙ্কের হিসেবে বাবর আজমদের ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। পাকিস্তান শেষ পর্যন্ত জ্বলে উঠলেও তা হয়ত কাজে লাগবে না। এবার বাবরদের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।

বীরেন্দ্র শেহওয়াগ ও বাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2023,
  • अपडेटेड 3:44 PM IST

বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে পাকিস্তান দলের। অঙ্কের হিসেবে বাবর আজমদের ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। পাকিস্তান শেষ পর্যন্ত জ্বলে উঠলেও তা হয়ত কাজে লাগবে না। এবার বাবরদের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ শেহওয়াগ। পাকিস্তানকে ট্রোল করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। এবার পাকিস্তানকে আবার ট্রোল করলেন শেহওয়াগ। ১১ নভেম্বর কলকাতায় ইংল্য়ান্ডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে তারা। এই ম্যাচটা তো জিততেই হবে পাকিস্তানকে। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জেততে হবে। যা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতে পারলেই মিলবে সেমির ছাড়পত্র।  পোস্ট শেহওয়াগ একটি ছবি আপলোড করেন। যেখানে লেখা, ‘বাই বাই, পাকিস্তান।’ ক্যাপশনে তিনি লেখেন, ‘পাকিস্তান জিন্দাভাগ। যা ছিল তা এই পর্যন্তই। আশা করি তোমরা বিরিয়ানি আর আতিথেয়তা উপভোগ করেছ। বিমানে সাবধানে বাড়ি ফিরো।’ 

পাকিস্তানের অবস্থা দেখে তারা সেটা করতে পারবে না ধরেই নিয়েছেন শেহওয়াগ। তিনি সেটা নিয়ে টুইট করেন।এরপর অপর একটি টুইট করে তিনি লেখেন, 'পাকিস্তান দলের ভালো দিক হল যেই দল ওদের সমর্থন করে তারাই ওদের মত খেলা শুরু করে। সরি শ্রীলঙ্কা।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরে যাওয়ায় আশা শেষ হয়ে যায় পাকিস্তানের। তবে পাকিস্তান কিন্তু ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ অবধি লড়াই করার চেষ্টা চালাবে পাকিস্তান।  

'জিন্দাভাগ' কথাটা লিখেই পাকিস্তান সমর্থকদের খোঁচা মেরেছেন। এর আগেও হেরে বাড়ি ফেরায়, পাক ক্রিকেটারদের বিরাট বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এবার ব্যর্থ হওয়ার পরও পাকিস্তানে ক্ষোভের আগুন দেখা গিয়েছে। প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থক সকলেই নিন্দা করছেন। এই পরিস্থিতিতে বাবর আজমদের বেঁচে ফেরার কথা বললেন সেহওয়াগ। শুধু তাই নয়, সূত্রের খবর হেরে দেশে ফিরলে বাবর আজমের ক্যাপ্টেন্সিও চলে যেতে পারে।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement