Advertisement

ICC World Cup 2023: 'খুব বড় ধাক্কা,' বিশ্বকাপের আগে সেই রোহিত আজ কোথায়!

১২ বছর আগে যখন ভারতীয় দল বিশ্বকাপ জেতে তখন ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। আর এবার, তিনিই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ২০১১ সালের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে নিজের কষ্টের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রোহিত। সেই ট্যুইট শেয়ার করলেন ভারতের প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষণ।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2023,
  • अपडेटेड 6:44 PM IST

১২ বছর আগে যখন ভারতীয় দল বিশ্বকাপ জেতে তখন ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। আর এবার, তিনিই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ২০১১ সালের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে নিজের কষ্টের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রোহিত। সেই ট্যুইট শেয়ার করলেন ভারতের প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষণ।

১২ বছর বাদে সেই হিটম্যানই একদিনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭) করার বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। এছাড়াও, রোহিত শর্মা বিশ্বকাপে সর্বনিম্ন ইনিংসে ১,০০০ রান পূর্ণ করেছেন। তিনি মাত্র ১৯ ইনিংসে হাজার রান করে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন। রোহিতের ইতিহাস গড়ার পর তাঁর টুইট শেয়ার করে লক্ষ্মণ লিখেছেন, ‘২০১১ সাল থেকে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে ওঠা, মাত্র ২টি বিশ্বকাপের খেলে সাতটি সেঞ্চুরি, আবার প্রমাণ করে যে, কখনও হাল ছাড়বেন না, এবং চ্যাম্পিয়নরা ঠিক তাঁদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার পথ খুঁজে পায়।’ 

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তোলেন রোহিত। ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। রশিদ খান ছাড়া কাউকেই রেয়াত করেননি ভারত অধিনায়ক। এই ইনিংসে তিনি ১৬টি চার এবং পাঁচটি লম্বা ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। পেরিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ডকেও।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান রোহিত। যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম। এর আগে এই নজির ছিল কপিল দেবের। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন কপিল। আফগান ম‍্যাচের পর সচিন বলেন, 'বুমরা এবং রোহিতের দুটো দারুণ পারফরম্যান্স দেখলাম। দু’জনে বোলিং এবং ব্যাটিং বিভাগকে সাহায্য করল। ভারতের গত দুটো ম্যাচে দেখলাম, আলাদা আলাদা ক্রিকেটারেরা দলের হয়ে অবদান রেখেছে। ১৪ অক্টোবরের আগে এর থেকে ভাল খবর আর কিছু হয় না। অপেক্ষা করে আছি।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement