Advertisement

ICC World Cup 2023: ইংল্যান্ডকে কোচিং করাবেন শাস্ত্রী? মর্গ্যানের প্রস্তাব শুনে রবি বললেন...

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশেষে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই ইংল্যান্ড। লিগ টেবিলের একেবারে শেষে থাকা গতবারের চ্যাম্পিয়নদের বিদায় ঘটে গিয়েছে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ভালো খেলতে না পারায় নতুন কোচের খোঁজ শুরু করে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

রবি শাস্ত্রীকে কোচ হওয়ার প্রস্তাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2023,
  • अपडेटेड 7:35 PM IST

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশেষে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই ইংল্যান্ড। লিগ টেবিলের একেবারে শেষে থাকা গতবারের চ্যাম্পিয়নদের বিদায় ঘটে গিয়েছে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ভালো খেলতে না পারায় নতুন কোচের খোঁজ শুরু করে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

কে হতে পারেন ইংল্যান্ডের কোচ?
বুধবার নেদারল্যান্ডসে পরাজিত করে বিশ্বকাপের খড়া কাটিয়েছেন বেন স্টোকসরা। ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত এক দর্শক একটি পোস্টার তুলে ধরেন। যাতে লেখা ছিল, 'ইংল্যান্ড দলের একজন ভারতীয় কোচ দরকার।' এরপর কমেন্ট্রি বক্সে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান শাস্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দেন যে তিনি ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নিতে চান কি না তিনি। উত্তরে শাস্ত্রী মজা করে বলেন, 'হ্যাঁ, আমাকে যদি ডাকা হয় আমি রাজি। শুধু ক্রিকেটই নয়, ইংল্যান্ডকে হিন্দিটাও শিখিয়ে দেব।' এই মুহূর্তের ভিডিয়োটি ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, ইংল্যান্ডের পারফরম্যান্সের জন্য তাদের কটাক্ষ করেছিলেন। 

একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ইংল্যান্ডবাসীর আশায় জল ঢালছেন জস বাটলাররা। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, 'সব ম্যাচেই বাজেভাবে হারছে ইংল্যান্ড। এরপর আর ইংল্য়ান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন বলে মানা যায় না। এইরকম পারফরম্যান্সের পরও কোনও হেলদোল নেই ইংরেজদের।'

এখানেই শেষ নয়, শেষে যোগ করেন, 'এ বার ইংল্যান্ডকে নিজেদের সম্মান বাঁচানোর জন্য় হলেও খেলতে হবে। নইলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারবেন না ইংল্যান্ড।' থ্রি লায়ন্সদের পারফরম্যান্সের নিন্দে করতে কোনও দিক থেকেই ছাড়ছেন না শাস্ত্রী তা স্পষ্ট তাঁর কথায়। 

ভারতীয় দল ইতিমধ্যেই আটটি ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে। শেষ চারে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। শেষ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও সমস্যা হয়নি। অস্ট্রেলিয়াও গ্লেন ম্যাক্সওয়েলের দারুণ ইনিংসে ভর করে চলে গিয়েছে সেমিফাইনালে। তবে চতুর্থ দল হিসেবে কারা যাচ্ছে তা এখনও ঠিক হয়নি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement