Advertisement

ICC World Cup 2023: 'সুপারম্যান' রাহুল, টিম ইন্ডিয়ার কিপারকে নিয়ে যা বললেন ঋদ্ধিমান

ভারতীয় দল থেকে এখন অনেক দূরে। তবুও প্রাক্তন সতীর্থদের পাশেই রয়েছেন ঋদ্ধিমান সাহা। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের এমন পারফরম্যান্স তাঁকেও দারুণ আনন্দ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেএল রাহুল ও মহম্মদ শামির প্রসংসা করলেন বাঙালি ক্রিকেটার।

কেএল রাহুলের ক্যাচ, সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2023,
  • अपडेटेड 12:31 PM IST

ভারতীয় দল থেকে এখন অনেক দূরে। তবুও প্রাক্তন সতীর্থদের পাশেই রয়েছেন ঋদ্ধিমান সাহা। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের এমন পারফরম্যান্স তাঁকেও দারুণ আনন্দ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেএল রাহুল ও মহম্মদ শামির প্রসংসা করলেন বাঙালি ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে দারুণ পারফর্ম করেছেন রাহুল। শুধু উইকেটের পেছনে বিশ্বস্ত হয়ে ওঠাই নয়, ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রথম দিকে ভারতীয় দল একবার ডিআরএস নষ্ট করলেও সেই সময় রাহুল পরামর্শ দিয়েছিলেন, রিভিউ না নেওয়ার। তবুও রোহিত রিভিউ নিয়ে নেন। পরে দুশ্মন্ত চামিরাকে ফেরানোর ক্ষেত্রে শামির পাশাপাশি বড় ভূমিকা নেন রাহুল। মাত্র ২২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেই সময় লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যায় শামির বল। উইকেটের পেছন থেকে আপিল করেন রাহুল। আম্পায়ার আউট দেননি। এমনকি ওয়াইডের ইশারাও করে দেন। নাছোড় রাহুল প্রায় গোটা দলকে অবাক করে রিভিউ নেওয়ার দাবি জানান। তাঁর দাবি ছিল, চামিরার গ্লাভসে লেগেই বল তাঁর হাতে এসেছে। রোহিত রাহুলের দাবি মেনে রিভিউ নিতেই দেখা যায়, একদম ঠিক অনুমান করেছিলেন ভারতীয় দলের উইকেটকিপার।

ঋদ্ধিমানের পোস্ট

সেই ক্যাচ ধরাও কিন্তু বেশ কঠিন ছিল। ডান দিকে ঝাপিয়ে পড়ে ক্যাচ ধরেন রাহুল। ভারতীয় দলের জার্সিতে এমন কিছু অসাধারণ ক্যাচ ধরার অভিজ্ঞতা বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহার রয়েছে। তিনি জানেন এ ধরনের ম্যাচ নেওয়া ঠিক কতটা কঠিন। সেই কারণেই ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ক্যাচের ভিডিও শেয়ার করে রাহুলের প্রশংসা করেছেন ঋদ্ধি।

অনেকদিন ধরেই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না ঋদ্ধিমান। সে আশাও ছেড়েই দিয়েছেন তিনি। বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়িয়ে দিয়েছেন উইকেটকিপার ব্যাটার। আইপিএল-এ এখনও দাপটের সঙ্গেই খেলে চলেছেন তিনি। একবার চ্যাম্পিয়ন হয়েছেন। আর একবার রানার্স। শেষ দুই বছরে গুজরাত টাইটান্সের ভরসা হয়ে উঠেছেন বাঙালি ক্রিকেটার। তবুও জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ। তবুও হতাশ না হয়ে জাতীয় দলের ক্রিকেটারদের ক্রমাগত উজ্জিবিত করার কাজটা করে চলেছেন ঋদ্ধিমান।     

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement