Advertisement

IND vs AUS World Cup Final: ফাইনালে স্পিন সহায়ক উইকেট, টসে জিতলে কী সিদ্ধান্ত নিতে পারেন রোহিতরা?

IND vs AUS World Cup Final: বিশ্বকাপে পিচ নিয়ে নানা বিতর্ক সামনে এসেছে। ভারতীয় দল নাকি হোম অ্যাডভান্টেজ নিচ্ছে। এমন অভিযোগ এলেও, আইসিসি কিন্তু জানিয়ে দিয়েছে, ভারতীয় দল আলাদা করে কোনও সুবিধা নিচ্ছে না। প্রশ্ন হোল, ফাইনালে উইকেট কেমন হবে। টিম ইন্ডিয়া কি পিচের সুবিধা পাবে?

Rohit Sharma, Pat Cummins Rohit Sharma, Pat Cummins
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 19 Nov 2023,
  • अपडेटेड 9:21 AM IST

IND vs AUS World Cup Final: বিশ্বকাপে পিচ (ICC World Cup Final Pitch) নিয়ে নানা বিতর্ক সামনে এসেছে। ভারতীয় দল (Team India) নাকি হোম অ্যাডভান্টেজ নিচ্ছে। এমন অভিযোগ এলেও, আইসিসি কিন্তু জানিয়ে দিয়েছে, ভারতীয় দল আলাদা করে কোনও সুবিধা নিচ্ছে না। প্রশ্ন হোল, ফাইনালে উইকেট কেমন হবে। টিম ইন্ডিয়া কি পিচের সুবিধা পাবে?

কোন পিচে খেলা হবে ফাইনাল?
নতুন কোনও পিচ নয়, ভারত-পাকিস্তান ম্যাচে যে পিচ ব্যবহার করা হয়েছিল, সেই পিচেই হবে ফাইনাল। এমনটাই শোনা যাচ্ছে। সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও পিচ নিয়ে নানা বিতর্ক হয়েছিল। যদিও সেই সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়েছে খোদ আইসিসি (ICC)। তারা জানিয়ে দিয়েছে, ব্যবহার করা পিচে ম্যাচ খেলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। ফলে ভারত-পাকিস্তান ম্যাচের পিচ ফাইনালে ব্যবহার করাই যেতে পারে। এই পিচে বল ঘুরবে। থাকবে বাউন্সও। ফলে ভারতীয় দল সুবিধা পেতে পারে। 

'আইসিসি-র উপর আস্থা রয়েছে'

বৃহস্পতিবার নিউজিল্যান্ড ম্যাচ জিতে শুক্রবারই আহমেদাবাদে পৌঁছে যান রোহিত শর্মারা (Rohit Sharma)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) পৌঁছেই পিচ পর্যবেক্ষণ করতে চলে এসেছিলেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। তাঁরা চলে যাওয়ার পর, পিচ রোল করা হয়। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স যদিও পিচ নিয়ে কোনও অভিযোগ করেননি। তিনি জানিয়ে দেন, 'পিচ নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আইসিসি-র উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।' 

প্রথমে ব্যাট করলে সুবিধা পাবে টিম ইন্ডিয়া

ভারতীয় দল ঘরের মাঠে এমনিতেই বেশ ভয়ঙ্কর। তবে এবারের বিশ্বকাপ একেবারে আলাদা। সমস্ত দলকেই একবার হলেও হারিয়ে দিয়েছে। তবে ফাইনালের লড়াই একেবারে আলাদা। আহমেদাবাদে শিশিরের সমস্যা নেই। ফলে পরে বল করতে হলেও সমস্যা হবে না স্পিনারদের। পিচ কিছুটা স্লো হলেও, শুরু থেকেই বল ঘুরবে না। পরের দিকে টার্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই, রবিচন্দ্রন অশ্বিনকে খেলিয়ে দেওয়া হতে ফাইনাল ম্যাচে। পিচের ব্যাপারটা তো থাকছেই, তার পাশাপাশি থাকছে অভিজ্ঞতাও।        

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

Read more!
Advertisement
Advertisement