
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সলমান আঘাদের খেলার বিষয়ে এখনও গ্রিন সিগন্যাল দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অবস্থায় PCB-কে কটাক্ষ করল আর এক ক্রিকেট খেলিয়ে দেশ আইসল্যান্ড। পাকিস্তানের জায়গা নিতে প্রস্তুত, এক্স হ্যান্ডেলে জানাল তারা। এই পোস্ট সামনে আসার পর হাসির রোল নেট দুনিয়ায়। 'আইসল্যান্ডের মতো ছোটো দেশও পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করছে, এটাই তাদের প্রাপ্য', বলছেন তাঁরা।
আইসল্যান্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কটাক্ষ করে লিখেছে, 'পাকিস্তান আর কত দেরি করবে? তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। ২ ফেব্রুয়ারি তারা নাম প্রত্যাহার করে নিলেই আমরা বিমান ধরে নেব। ইতিমধ্যেই প্রস্তুত। তবে একটা সমস্যাও আছে। সেটা হল ৭ ফেব্রুয়ারির মধ্যে কলম্বো পৌঁছতে হবে। ফলে বিমানের সময়সূচী মাথাব্যথার একটা বড় কারণ। এদিকে আমাদের ওপেনিং ব্যাটসম্যান এখন থেকেই অনিদ্রায় ভুগছেন।'
এদিকে এই পোস্ট সামনে আসার পর পাকিস্তানের নেটিজেনরা আক্রমণ করতে শুরু করেছে আইসল্যান্ডকে। একজন লিখেছেন, 'তোমরা ক্রিকেটের কিছুই বোঝো না। গিয়ে আইস হকি খেলো। ওটাই তোমাদের জন্য ঠিক আছে।' আর একজনের কটাক্ষ, 'মুখে এত বড় বড় কথা না বলে আগে ১১ জনের দল ঘোষণা করে দেখাও।'
পাকিস্তানিদের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় নেটিজেনরাও। একজন তো আইসল্যান্ড ক্রিকেটকে পরামর্শ দিয়েছেন, 'আপনারা তৈরি থাকুন। আপনাদেরই খেলতে হবে।' আর একজন বলেন, 'আরে এত চাপ নেবেন না। আইসিসি আপনাদের জন্য বিমান পাঠিয়ে দেবে তো।'
বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না চাওয়ায় ইতিমধ্যেই টুর্নামেন্টে প্রবেশ করেছে স্কটল্যান্ড। আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের তরফে দাবি করা হয়, আইসিসির পূর্ণাঙ্গ সদস্য স্কটল্যান্ড। সেই কারণে তাদের কোনওভাবেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত নয়। তারপরই পিসিবি চেয়ারম্যান জানান, তাঁদের দলও বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে। এমনকী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও এই নিয়ে আলোচনায় বসেন তিনি। শুক্র বা সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসিবি।