বাংলাদেশকে (India vs Bangladesh) সহজেই হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Team India)। এবার রবিবার তাদের সামনে মহম্মদ রিজওয়ানের (Mohammed Rizwan) পাকিস্তান (Pakistan)। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান প্রথম ম্যাচ হেরে যাওয়ায়, ভারতের বিরুদ্ধে এই ম্যাচে তাদেরকে জিততেই হবে। এ ব্যাপারে মুখ খুলেছেন মহাকুন্তে ভাইরাল হওয়া আইআইটি বাবা (IIT baba) অভয় সিং।
কী বললেন আইআইটি বাবা?
ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে দুর্দান্ত ম্যাচের আগে, মহাকুন্তে (Mahakumbh 2025) ভাইরাল হওয়া আইআইটি বাবা অভয় সিং একটি আকর্ষণীয় ভবিষ্যদ্বাণী করেছেন। RachitrooLIVE ইউটিউব চ্যানেলে IIT বাবা অভয় সিং যে ভবিষ্যদ্বাণী করেছেন তাতে অনেকেই অবাক হয়েছেন। আইআইটি বাবা অভয় সিং বলেন, এবার ভারত-পাকিস্তানের ম্যাচে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান।
পাকিস্তানকে এই ম্যাচ জিততেই হবে
কারণও ব্যাখ্যা করেছেন আইআইটি বাবা। তিনি বলেন, 'ভারতীয় দলের ক্রিকেটাররা ভগবানের প্রতি কৃতজ্ঞ নন।' পাশাপাশি তিনি এও জানিয়েছেন বিরাট কোহলি হয়ত অনেকটা চেষ্টা চালাবেন কিন্তু তিনিও সফল হতে পারবেন না। সবমিলিয়ে আইআইটি বাবা মনে করেন, পাকিস্তানই এই ম্যাচ জিতবে। পাশাপাশি তিনি হাসতে হাসতে বলেন, 'এবারের ফলাফলটা একেবারে ভিন্ন হবে।' পাকিস্তান ম্যাচের পর, ভারতীয় দল তাদের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
দারুণ ছন্দে ভারতীয় দল
ভারতীয় দল এখন দারুণ ফর্মে আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার পর, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে রোহিত শর্মার দল। দুবাইয়ের স্লো পিচের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া তিন স্পিনার খেলাচ্ছে। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে মূলত মাঝের ওভারে রান আটকাতে ও উইকেট নিতে ব্যবহার করতে পারেন রোহিত। তবে আইআইটি বাবা অভয় সিং মনে করেন সব রণনীতিই জলে যাবে ভারতের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ জিতবেন রিজওয়ানরাই। এবার দেখার শেষ অবধি, ম্যাচের ফল কী হয়।