Advertisement

India Vs Australia 3rd ODI: তৃতীয় ওয়ান-ডেতে বদলে যাচ্ছে ভারতীয় দল, কারা বাদ পড়ছেন?

India Vs Australia 3rd ODI: সিডনির পিচ বরাবরই ব্যাটসম্যান-বান্ধব বলে পরিচিত। সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলিতে দেখা গেছে, এই উইকেটে ব্যাটাররা সহজেই রান তুলতে পারেন। পরিসংখ্যান বলছে, প্রথমে ব্যাট করা দল এখানে তুলনামূলক বেশি সাফল্য পেয়েছে।

Aajtak Bangla
  • সিডনি,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 1:44 AM IST

India Vs Australia 3rd ODI: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান-ডে সিরিজের শেষ লড়াইয়ে নামছে ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার সকাল ৯টায় (ভারতীয় সময়) শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচে লক্ষ্য একটাই, পরাজয়ের ধারা ভেঙে অন্তত সম্মান বাঁচানো।

ভারতীয় দলে এই ম্যাচে দেখা যেতে পারে দুটি বড় পরিবর্তন। কুলদীপ যাদবকে ফিরিয়ে আনা হতে পারে দলে, যিনি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে বদলি করতে পারেন। সুন্দর যদিও বল হাতে কিছু সাফল্য পেয়েছেন, তবে ব্যাট হাতে তেমন কিছু করে উঠতে পারেননি। অন্যদিকে, পেস আক্রমণে হর্ষিত রানার জায়গায় সুযোগ পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওপেনিংয়ে পরিবর্তনের ইঙ্গিতও মিলছে। যশস্বী জয়সওয়ালকে নামানো হতে পারে প্রথম একাদশে।

অস্ট্রেলিয়া শিবিরেও রদবদলের ইঙ্গিত। নিয়মিত দুই পেসার মিচেল স্টার্ক ও জোশ হ্যাজেলউডকে বিশ্রাম দিতে পারে ক্যাঙ্গারুরা। তাদের জায়গায় সুযোগ পেতে পারেন নাথান এলিস ও তরুণ জ্যাক এডওয়ার্ডস। বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেম্যানও দলে ফিরেছেন, তবে তিনি মাঠে নামবেন কিনা তা নির্ভর করছে দলীয় কৌশলের উপর।

আরও পড়ুন

সিডনির পিচ বরাবরই ব্যাটসম্যান-বান্ধব বলে পরিচিত। সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলিতে দেখা গেছে, এই উইকেটে ব্যাটাররা সহজেই রান তুলতে পারেন। পরিসংখ্যান বলছে, প্রথমে ব্যাট করা দল এখানে তুলনামূলক বেশি সাফল্য পেয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশে থাকতে পারেন-রোহিত শর্মা, শুভমন গিল (ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ-মিচেল মার্শ (ক্যাপ্টেন), ট্র্যাভিস হেড, ম্যাথিউ শর্ট, ম্যাথিউ রেনশ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), কুপার কনোলি, মিচ ওয়েন, জেভিয়ার বার্টলেট, জ্যাক এডওয়ার্ডস, অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস।

এই ম্যাচ ভারতীয় দলের জন্য শুধুই জয় নয়, মর্যাদা রক্ষার লড়াইও বটে। কারণ সিডনিতে ভারতের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। ফলে রোহিতদের সামনে চ্যালেঞ্জ কঠিন। ভারত কি পারবে এই ম্যাচে জয় এনে সিরিজে ক্লিন সুইপ এড়াতে? উত্তর মিলবে শনিবার সকালেই। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও হটস্টারে।

 

Read more!
Advertisement
Advertisement