Advertisement

Team India T20 Squad Against England: ১৪ মাস পরে ফিরলেন মহম্মদ শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের T20 দলে কারা?

Team India T20 Squad Against England: ভারত গত কয়েকটি সিরিজে সফল সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলকে দলে রেখেছে। সঞ্জু টি২০তে ওপেনার হিসেবে দারুণ সফল হয়েছেন। ফলে তাঁকে বসানোর মতো সুযোগ মেলেনি।

১৪ মাস পরে ফিরলেন মহম্মদ শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের T20 দলে কারা?১৪ মাস পরে ফিরলেন মহম্মদ শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের T20 দলে কারা?
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 11 Jan 2025,
  • अपडेटेड 8:57 PM IST

Team India T20 Squad Against Engnad:দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরলেন মহম্মদ শামি। ভারতীয় দলে তার দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনে স্বস্তি ক্রিকেট মহলে। তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন T20 সিরিজের দলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও একটি বড় খবর সামনে এসেছে। ভারত তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্তকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ভারত গত কয়েকটি সিরিজে সফল সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলকে দলে রেখেছে। সঞ্জু টি২০তে ওপেনার হিসেবে দারুণ সফল হয়েছেন। ফলে তাঁকে বসানোর মতো সুযোগ মেলেনি। 

তবে দলে জায়গা মেলেনি যশস্বী জয়সওয়ালের। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট স্কোয়াডে দারুণ ব্যাট করলেও আপাতত তাঁকে বিবেচনায় আনেনি দল।

আরও পড়ুন

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (wk)।

 

Read more!
Advertisement
Advertisement