Advertisement

IND vs ENG: 'বাধ্য হয়ে' নেওয়া এই দুই সিদ্ধান্তেই ঘুরল খেলা! ভারতের ২ ম্যাচ জয়ের সিক্রেটটা জানুন

IND vs ENG ODI Series: ভারত বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগামী ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তার আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু আপনি কি জানেন, এই প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা বাধ্য হয়েই দুইটি সিদ্ধান্ত নিয়েছিলেন।

Aajtak Bangla
  • কটক,
  • 10 Feb 2025,
  • अपडेटेड 8:26 AM IST

IND vs ENG ODI Series: ভারত বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগামী ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তার আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু আপনি কি জানেন, এই প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা বাধ্য হয়েই দুইটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই দুই সিদ্ধান্তই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আসুন কোন দুইটি সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, তা জেনে নেওয়া যাক,

প্রথম ম্যাচে বাধ্য হয়েই শ্রেয়সকে খেলানো 
৬ ফেব্রুয়ারি, নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে শ্রেয়স অয়ারের জায়গা হচ্ছিল না। কিন্তু শেষ মুহূর্তে বিরাট কোহলি ফিট না হওয়ায় দলে শ্রেয়সকে অন্তর্ভুক্ত করতে বাধ্য হন রোহিত। সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেন শ্রেয়স। ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন। ম্যাচের পর শ্রেয়স নিজেই জানান, প্রথমে তাঁকে দলে রাখা হয়নি, কিন্তু কোহলির অনুপস্থিতিতে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে গিলকে ওপেনিংয়ে পাঠানো
দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হয় কটকে। এখানে রোহিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কোহলি একাদশে ফেরায়, দল থেকে বাদ পড়েন যশস্বী জয়সওয়াল। ফলে গিলকে ওপেন করতে পাঠানো হয়। গিল আগের ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করলেও, এই ম্যাচে ওপেন করে রোহিতের সঙ্গে ১৩৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। এই ম্যাচেও শ্রেয়স ফর্ম বজায় রেখে ৪৪ রান করেন। তবে কোহলি মাত্র ৫ রানেই আউট হয়ে যান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে ব্যালেন্স আনার চেষ্টা
১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, যেখানে ভারত প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে বিরুদ্ধে, দুবাইয়ে। সিরিজের এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করেছে।

কটক ওয়ানডের দুই টিমের প্লেয়িং ইলেভেন 

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।

Advertisement

ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

Read more!
Advertisement
Advertisement