Advertisement

Ind vs NZ 3rd T20I: ১৪ বলে হাফসেঞ্চুরি অভিষেকের, অল্পের জন্য অক্ষত গুরু যুবরাজের রেকর্ড

আবারও বোঝালেন তিনি কেন টি২০ ক্রিকেটে তিনি সেরা ব্যাটার। গুরু যুবরাজ সিং-এর রেকর্ড যে কোনও সময় ভেঙে যেতে পারে। আর ভাঙতে পারেন অভিষেক শর্মা। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ৫০ করে ফেললেন অভিষেক শর্মা। ২০০৭ সালের বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ'টা ছক্কা মারার পাশাপাশি ১২ বলে হাফসেঞ্চুরি করেন যুবরাজ। সেটাই এখনও রেকর্ড। ২০২৬-এ ভাঙতে বসলেও তা অক্ষতই রইল।

ভারতের অভিষেক শর্মা ভারতের অভিষেক শর্মা
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 10:31 PM IST

আবারও বোঝালেন তিনি কেন টি২০ ক্রিকেটে তিনি সেরা ব্যাটার। গুরু যুবরাজ সিং-এর রেকর্ড যে কোনও সময় ভেঙে যেতে পারে। আর ভাঙতে পারেন অভিষেক শর্মা। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ৫০ করে ফেললেন অভিষেক শর্মা। ২০০৭ সালের বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ'টা ছক্কা মারার পাশাপাশি ১২ বলে হাফসেঞ্চুরি করেন যুবরাজ। সেটাই এখনও রেকর্ড। ২০২৬-এ ভাঙতে বসলেও তা অক্ষতই রইল। 

ম্যাচের পর অভিষেক বলেন, 'আমার দল আমার কাছ থেকে এটাই চায়। প্রতিবার এটা করা সহজ নয়। যুবরাজের ১২ বলে ফিফটি ভাঙা অসম্ভব। এটা মানসিক ব্যাপার এবং সতীর্থদের কাছ থেকে যে সমর্থন পাওয়া যায়, সেটাও গুরুত্বপূর্ণ। সব ব্যাটসম্যানই ভালো ব্যাট করছে, সামনে এই সিরিজে আরও মজা হবে। লেগ সাইডে সরে যাওয়াটা ফিল্ড প্লেসমেন্টের ওপর নির্ভর করে, যদি জায়গা পাই তাহলে অফ সাইডেও শট খেলতে পারি। আমি শুধু ফিল্ড অনুযায়ী খেলতে চাই।'

অভিষেক টি ২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজই শেষ প্রস্তুতির জায়গা। সেখানে প্রথম ম্যাচে ৩৫ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে প্রথম বলে আউট হলেও, তৃতীয় ম্যাচে ১০ ওভারে ভারতের জয় এনে দেওয়ার পিছনে তাঁর অবদান বিরাট। ২০ বলে ৬৮ রান করে অপরাজিত অভিষেক।

Read more!
Advertisement
Advertisement