পরপর ১২টা টস হারলেন রোহিত শর্মা। চ্যাম্পিন্স ট্রফির ফাইনালেও টসে হেরে রেকর্ড গেলেন ভারতের ক্যাপ্টেন। দুবাইতে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নয়। ভারত এ নিয়ে পরপর ১৫টা টস হারল।
দুবাইতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাইয়ের উইকেট যত খেলা গড়াবে ততই স্লো হবে। সেই কারণেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত বলে জানান স্যান্টনার। তবে টস হেরে ততটা হতাশ নন রোহিত শর্মা। ভাল ক্রিকেট খেলে ফাইনাল জেতাই লক্ষ্য বলে জানান হিটম্যান। ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি, নিউজিল্যান্ড দলে একটি বদল। চোটের কারণে বাইরে ম্যাট হেনরি।
তবে টসে হারা নিয়ে মিমের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন রাত ২টোর সময়ও রোহিত শর্মা বিছানায় শুয়ে শুয়ে ভিডিও দেখছেন কীভাবে টসে জেতা যায়। এদিন টসে হারের পরেও রোহিতকে হাসতে দেখা যায়। সেই ছবিও ভাইরাল।
২৫ বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরদের। এবার সেই বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে।
নিউজিল্যান্ড: ১ উইল ইয়ং, ২ রচিন রবীন্দ্র, ৩ কেন উইলিয়ামসন, ৪ ড্যারিল মিচেল, ৫ টম ল্যাথাম (উইকেটরক্ষক), ৬ গ্লেন ফিলিপস, ৭ মাইকেল ব্রেসওয়েল, ৮ মিচেল স্যান্টনার (অধিনায়ক), ৯ কাইল জেমিসন, ১০ নাথান স্মিথ, ১১ উইল ও'রুর্ক
ভারত: ১ রোহিত শর্মা (অধিনায়ক), ২ শুভমান গিল, ৩ বিরাট কোহলি, ৪ শ্রেয়স আইয়ার, ৫ অক্ষর প্যাটেল, ৬ কেএল রাহুল (উইকেটরক্ষক), ৭ হার্দিক পান্ডিয়া, ৮ রবীন্দ্র জাদেজা, ৯ কুলদীপ যাদব, ১০ মোহাম্মদ শামি, ১১ বরুণ চক্রবর্তী