Advertisement

Ind vs NZ: হার্দিকের দারুণ ক্যাচে রেকর্ড হর্ষিতের, দেখুন VIDEO

মিড অফে অসামান্য ক্যাচ। হার্দিক পান্ডিয়া যা করলেন তা দেখে অবাক ক্রিকেটপ্রেমীরা। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ম্যাচের শুরুতেই এই ঘটনাই ভারতকে ভাল জায়গায় নিয়ে গেল। প্রশংসায় পঞ্চমুখ ফ্যানরা। গুয়াহাটিতে টি২০ সিরিজ ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে এই ক্যাচ গোটা দলকে উদ্বুদ্ধ করবে।

এই ফ্রেমে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। (গেটি)এই ফ্রেমে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। (গেটি)
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 9:30 PM IST

মিড অফে অসামান্য ক্যাচ। হার্দিক পান্ডিয়া যা করলেন তা দেখে অবাক ক্রিকেটপ্রেমীরা। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ম্যাচের শুরুতেই এই ঘটনাই ভারতকে ভাল জায়গায় নিয়ে গেল। প্রশংসায় পঞ্চমুখ ফ্যানরা। গুয়াহাটিতে টি২০ সিরিজ ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে এই ক্যাচ গোটা দলকে উদ্বুদ্ধ করবে।

কীভাবে ক্যাচ নিলেন হার্দিক?
ম্যাচের মাত্র তৃতীয় বলেই এগিয়ে এসে হর্ষিতের বলকে বাউন্ডারির বাইরে পাঠানোর চেষ্টা করেন কনওয়ে। তবে সঠিক টাইমিং হয়নি। তা সত্ত্বেও বল মিড অফের ওপর দিয়ে বল চলে যাচ্ছিল। কিন্তু একেবারে নিখুঁত নির্ণয় এবং সেই বুঝে সঠিক সময়ে ঝাঁপ মেরে এক অনবদ্য ক্যাচ ধরে নেন হার্দিক। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে হর্ষিতের বিরুদ্ধে এই নিয়ে পঞ্চম ম্যাচে (প্রথম টি-টোয়েন্টি খেলেননি হর্ষিত) পাঁচ নম্বর আউট হলেন কিউয়ি ওপেনার কনওয়ে। চলতি সিরিজে মোট পাঁচ ইনিংসে ডেভন কনওয়েকে আউট করলেন হর্ষিত রানা। যে রেকর্ড অস্বাভাবিক মনে হতে পারে।

দারুণ বোলিং ভারতের
প্রথম উইকেটটা ছিল হর্ষিত রানার। প্রথম ধাক্কা দেন তিনিই। তবে এরপর চ্যাপম্যান ও গ্লেন ফিলিপস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। ৪১ বলে ৫২ রানের সেই জুটিই কিছুটা লড়াইয়ের পুঁজি দিয়েছে নিউজিল্যান্ডকে। অর্থাৎ হার্দিকের সেই ক্যাচ কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে দারুণ বল করেছেন জসপ্রীত বুমরা। ৪ ওভারে তিন উইকেট মাত্র ১৭ রান দিয়েছেন। দুটি করে উইকেট হার্দিক পান্ডিয়া ও রবি বিষ্ণোই। হর্ষিত যদিও একটাই উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান ফিলিপসের। ৪৮ রান করে আউট হন। ৬টা চার ও একটা ছক্কা। ১৫৩ রানেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস। 

 

Read more!
Advertisement
Advertisement