
দলে ফিরেই নিজের উপস্থিতি জানান দিলেন ঋষভ পন্ত। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হতেই, উইকেটের পেছন থেকে নিজের মতামত দিতে দেখা যায় ভারতের উইকেট কিপার ব্যাটারকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টেম্বা বাভুমার বিরুদ্ধে বল করতে এসে লেগ বিফোর আবেদন করেন জসপ্রীত বুমরা। সেই সময়ই শোনা যায় পন্তের কণ্ঠ।
কী ঘটেছিল?
১৩তম ওভারের শেষ বলে এইডেন মার্করামের উইকেট নেওয়ার পর বুমরা উত্তেজনায় ফুটছিলেন। তখন ঘটনাটি ঘটে। বলটা বাভুমার প্যাডে লাগে এবং বুমরা আবেদন করেন, কিন্তু আম্পায়ার তা আউট দেননি। ভারতের তারকা পেসার রেফারেল নেওয়ার কথা ভাবছিলেন এবং পন্তের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেন। বুমরা, বাভুমাকে 'বেঁটে' বলে উল্লেখ করেন এবং জিজ্ঞাসা করেন যে তাঁর রেফারেল নেওয়া উচিত কি না। তবে পন্ত তাঁকে রেফারেল নিতে দেননি। পন্ত বলেন, প্রোটিয়া অধিনায়কের উচ্চতা সত্ত্বেও বলটি লেগ স্টাম্পের উপর দিয়ে যাচ্ছিল।
হকআই দেখিয়েছিল যে বলটি আসলেই স্টাম্পের উপর দিয়ে যাচ্ছে, যার ফলে পন্তের ভবিষ্যৎবাণী সত্যি বলে প্রমাণিত হয়। তবে, বাভুমা বেশিক্ষণ টিকতে পারেননি কারণ ১১ বলে তিন রান করে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি।
দেখুন সেই ভিডিও
দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, উভয় দলই অনেক সাহসী সিদ্ধান্ত নেয়। ভারত, চারজন স্পিনার নিয়ে মাঠে নামে। এইডেন মার্করাম এবং রায়ান রিকেলটন দুর্দান্ত শুরু করলেও ভারতীয় বোলাররা দারুণ বল করে একের পর এক উইকেট তুলে নেন। লাঞ্চ অবধি দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল তিন উইকেটে ১০৫ রান। লাঞ্চের পরে আরও দুই উইকেট দ্রুত হারায় প্রোটিয়ারা। ১২০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
দুই দলে কারা?
ভারতের প্লেয়িং ১১: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রিত বুমরা।
দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ১১: এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন, উয়ান মুন্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টানস্টারস, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), সাইমন হার্মার, মার্কো জানসেন, করবিন বোশ এবং কেশব মহারাজ।