Advertisement

Ind vs SA 1st Test: কেশব-সেনুরান-সাইমন, ৩ স্পিনারেই গিলদের হারানোর ছক, ফাঁস দঃ আফ্রিকার কোচের

কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে ইডেনে বল ঘুরতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সে কারণেই গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকার ৩ স্পিনারের দিকে নজর রাখতে হবে। দলে থাকা কেশব মহারাজ, সেনুরান মুথুসামি এবং সাইমন হার্মার ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2025,
  • अपडेटेड 10:34 AM IST

কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে ইডেনে বল ঘুরতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সে কারণেই গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকার ৩ স্পিনারের দিকে নজর রাখতে হবে। দলে থাকা কেশব মহারাজ, সেনুরান মুথুসামি এবং সাইমন হার্মার ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড সিরিজটিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের সঙ্গে তুলনা করেছেন, যেখানে দক্ষিণ আফ্রিকা দুরন্ত পারফর্ম করেছিল। উল্লেখ্য, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ১৪ নভেম্বর, শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে। এরপর ২২ নভেম্বর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

বুধবার সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কোচকে এই তিন স্পিনার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'দলে ভালো স্পিনার থাকা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। আমার মনে হয় এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমি বলছি না যে আমাদের আগে ভালো স্পিনার ছিল না, তবে আমরা মনে করি কেশব, সাইমন এবং সেনের মতো এখন আমাদের আরও ভালো স্পিন আক্রমণ আছে।' 

পাশাপাশি তিনি হুঙ্কারের সুরেই জানিয়ে দেন, 'পরিস্থিতি আমাদের অনুকূলে থাকলে, ভারতকে কঠিন চ্যালেঞ্জ দেওয়ার মতো অস্ত্র আমাদের আছে। আমরা দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ইডেন গার্ডেনে এবং ভারতে আমরা আমাদের নিজস্ব ইতিহাস তৈরি করতে পারি।' পাশাপাশি আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে হারানোর প্রসঙ্গ তুলে 
কনরাড আরও বলেন, 'হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল জিতেছি, যা ছিল একটা বিশাল সাফল্য। আমি এই সিরিজ এবং এই ম্যাচটিকে সেই ফাইনালের সঙ্গেই তুলনা করছি। আমরা জানি ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের মাটিতে খেলা কতটা চ্যালেঞ্জিং।'

তিনি বলেন, 'ভারত বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ। আর যখন আপনি ইডেন গার্ডেন্সের মতো মর্যাদাপূর্ণ মাঠে খেলেন, তখন এটি আরও কঠিন। আমার মনে হয় না যে আমরা যে সব দলের বিরুদ্ধে খেলেছি (যেমন পাকিস্তান) তাদের কোনও দলকেই ভারতের সঙ্গে তুলনা করা যেতে পারে। এটিই হবে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement