Advertisement

Ind vs SA 2nd Test: গুয়াহাটিতেও ভারতের পরিস্থিতি শোচনীয়, ফলো অন খাবে নাকি?

ইডেন গার্ডেন্সের মতো গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটিং বিপর্যয় অব্যহত। পরিস্থিতি এমন, ভারতীয় দল ফলো অনের মুখোমুখিও হতে পারে। তৃতীয় দিনের শুরুটা ভাল হলেও, ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিরাট চাপে টিম ইন্ডিয়া। মিডল অর্ডার একেবারে ব্যর্থ। একে মার্কো ইয়ানসনের ফাস্ট বল, আর অন্যদিকে সাইমন হার্মারের স্পিনে চাপে ভারত।

ফের ব্যর্থ ভারতের ব্যাটাররাফের ব্যর্থ ভারতের ব্যাটাররা
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 12:42 PM IST

ইডেন গার্ডেন্সের মতো গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটিং বিপর্যয় অব্যহত। পরিস্থিতি এমন, ভারতীয় দল ফলো অনের মুখোমুখিও হতে পারে। তৃতীয় দিনের শুরুটা ভাল হলেও, ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিরাট চাপে টিম ইন্ডিয়া। মিডল অর্ডার একেবারে ব্যর্থ। একে মার্কো ইয়ানসনের ফাস্ট বল, আর অন্যদিকে সাইমন হার্মারের স্পিনে চাপে ভারত।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৪৮৯ রান করে। সিরিজ ড্র করতে হলে ঋষভ পন্তের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে এই ম্যাচটি জিততে হবে। ভারতীয় দল কলকাতা টেস্ট ৩০ রানে হেরেছে। এই হারের ফলে সিরিজে ভারত ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এটাই সিরিজের শেষ ম্যাচ। ফলে বলাই যায় সিরিজে হোয়াইট ওয়াশের সামনে টিম ইন্ডিয়া। 

তৃতীয় দিনের খেলায় যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ভাল খেলছিলেন। যশস্বী কিছু ভালো শট খেলেন, অন্যদিকে রাহুলের ডিফেন্সে ভর করে বড় রানের স্বপ্ন দেখছিল ভারত। রাহুল এবং যশস্বী প্রথম উইকেটে ৬৫ রানের জুটি গড়েন। রাহুল ২২ রানে কেশব মহারাজের বলে আউট হন।রাহুলের আউট হওয়ার কিছুক্ষণ পরেই যশস্বী হাফ সেঞ্চুরি করেন। যশস্বী ৮৫ বলে ছয়টি চার এবং একটি ছক্কা মেরে অর্ধশতরান করেন।

৫৮ রানে স্পিনার সাইমন হার্মারের বলে যশস্বী জয়সওয়ালকে আউট করেন। এরপর সাইমন হার্মার সাই সুদর্শনকে (১৫ রান) আউট করেন। ভারত চতুর্থ উইকেট হারায়, যখন ধ্রুব জুরেল (০ রান) আউট হন। এই উইকেট নেন মার্কো জ্যানসেন। অধিনায়ক ঋষভ পন্ত (৭ রান) বড় ইনিংস খেলার আশা করেছিলেন, কিন্তু তিনিও হতাশ করেন। পস্তুকে মার্কো জ্যানসেন তাঁকে ফাঁদে ফেলেন। বড় শট খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লাগে। 

বড় রান তাড়া করতে নেমে ক্যাপ্টেনের এমন শট খেলে আউট হওয়া নিয়ে বিতর্কের ঝড় বইছে। নিজের স্বাভাবিক ছন্দে খেলা পন্তের বোঝা উচিত ছিল, ভারতের এখন পার্টনারশিপ দরকার। তবে তিনি কেন তা বুঝতে পারলেন না তা দেখে অবাক নেটিজেনরা।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement