Advertisement

Ind vs Sa 3rd T20I: দুরন্ত কামব্যাক আর্শদীপের, বরুণ-কুলদীপের দাপটে ১১৮ রানের টার্গেট পেল ভারত

ধরমশালায় দারুণ ছন্দে ভারতের বোলাররা। একটা সময় মনে করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার ইনিংস ১০০ রানের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে ক্যাপ্টেন এইডেন মার্করাম কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় ১১৭ রান করে প্রোটিয়ারা। টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।

Aajtak Bangla
  • ধরমশালা,
  • 14 Dec 2025,
  • अपडेटेड 10:23 PM IST

ধরমশালায় দারুণ ছন্দে ভারতের বোলাররা। একটা সময় মনে করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার ইনিংস ১০০ রানের মধ্যেই শেষ হয়ে যাবে।  তবে ক্যাপ্টেন এইডেন মার্করাম কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় ১১৭ রান করে প্রোটিয়ারা। টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। 

প্রথম ওভারেই আরশদীপ সিং হেন্ড্রিক্সকে আউট করেন। হেন্ড্রিক্স নিজের খাতাও খুলতে পারেননি। এরপর হর্ষিত রানা পরের ওভারেই কুইন্টন ডি ককের উইকেট নেন। এরপর চতুর্থ ওভারে হর্ষিত আরেকটি ব্রেকথ্রু পান এবং দক্ষিণ আফ্রিকা মাত্র ১০ রানে তিনটি উইকেট হারায়। এরপর সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়া স্টাবসকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে চতুর্থ উইকেট উপহার দেন। এর মাধ্যমে হার্দিক তার ১০০তম টি-টোয়েন্টি উইকেট তুলে নেন।


১১তম ওভারে শিবম দুবের আঘাতে দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেট শিকার করেন বস। দক্ষিণ আফ্রিকা তখন মাত্র ৪৪ রানে আউট হয়। এরপর ১৪তম ওভারে বরুণ ফেরেইরাকে আউট করে তাদের ষষ্ঠ উইকেট নিশ্চিত করেন। এরপর ১৬তম ওভারে বরুণ দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট শিকার করেন, জ্যানসেনকে দুই রানে আউট করেন। ১৯তম ওভারে আর্শদীপ। মার্করামকে আউট করেন, যিনি ৬১ রান করেছিলেন। শেষ ওভারটি বল করে কুলদীপ যাদব আনরিখ নোকিয়াকে আউট করেন। এরপর কলদীপ শেষ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১১৭ রানে অল আউট করেন।

ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে
এই ম্যাচের জন্য ভারত তাদের প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন করেছে। অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরাকে বাদ দেওয়া হয়েছে, হর্ষিত রানা এবং কুলদীপ যাদব জায়গা পেয়েছেন। অধিনায়ক সূর্য জানিয়েছেন যে অক্ষর প্যাটেল অসুস্থ, অন্যদিকে বুমরা ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন। বাকি ম্যাচগুলিতে তাঁরা খেলবেন।
ভারত (প্লেয়িং ইলেভেন): অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
দক্ষিণ আফ্রিকা (প্লেয়িং ইলেভেন): রেজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রুইস, ট্রিস্টান স্টাবস, ডোনোভান ফেরেরিরা, মার্কো জানসেন, করবিন বোশ, অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিডি, ওথনিল বার্টম্যান।

Advertisement
Read more!
Advertisement
Advertisement