Advertisement

IND vs SA: নিজেদের পছন্দের পিচের জালে জড়ালেন গম্ভীররা, ইন্ডিয়ার হারের ৫ কারণ

ঘরের মাঠে টেস্টে ভারতের হারের ধারা অব্যহত। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হার টিম ইন্ডিয়ার। মাঝে ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্বল দলের সঙ্গে জিতলেও, ৩০ রানে ইডেন গার্ডেনে হেরে সিরিজ শুরু গৌতম গম্ভীরের দলের। যে পাঁচ কারণে কলকাতা টেস্ট হারতে হল ভারতকে। 

ভারতের হারের ৫ কারণভারতের হারের ৫ কারণ
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 3:55 PM IST

ঘরের মাঠে টেস্টে ভারতের হারের ধারা অব্যহত। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হার টিম ইন্ডিয়ার। মাঝে ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্বল দলের সঙ্গে জিতলেও, ৩০ রানে ইডেন গার্ডেনে হেরে সিরিজ শুরু গৌতম গম্ভীরের দলের। যে পাঁচ কারণে কলকাতা টেস্ট হারতে হল ভারতকে। 

পিচ নিয়ে বিভ্রান্তি
ইডেনের পিচের চরিত্র বদলে গিয়েছে অনেকটাই। পিচে পেস থাকে। থাকে বাউন্সও। কিন্তু গৌতম গম্ভীররা চেয়েছিলেন পিচ হোক স্পিনারদের স্বর্গরাজ্য। চারদিন জল দিতে বারণ করেছিল টিম ইন্ডিয়া। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও সেটাই করে দিয়েছিলেন। তবে তাতেও ভারত সাফল্য পেল না। দ্বিতীয় ইনিংসে ১০০ রানের মধ্যেই গুটিয়ে গেল। ৫ দিনের ম্যাচ শেষ হল মাত্র আড়াই দিনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যা হয়েছিল, সেটাই যেন আবার হল। 

ব্যাটার কম রাখা
এই ম্যাচের উভয় ইনিংসেই, স্পিন খেলার জন্য সুপরিচিত ভারতীয় ব্যাটিং তার খ্যাতির সাথে সম্পূর্ণরূপে বিরোধিতা করেছিল। কোনও ব্যাটসম্যানই স্পিনারদের কার্যকরভাবে খেলতে পারেননি। প্রথম বল থেকেই পন্থকে পরীক্ষামূলক শট খেলতে দেখা গেছে। জুরেলও তার উইকেট ছুঁড়ে ফেলেছিলেন। কোনও ব্যাটসম্যানই দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। ফলস্বরূপ, ভারতীয় ইনিংস ৯৩ রানে গুটিয়ে যায়।

গিলের চোট
এই হারের একটি কারণ ছিল অধিনায়ক গিলের চোট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন গিল মাত্র তিনটি বল খেলতে পেরেছিলেন। এরপর তার ঘাড়ে সমস্যা দেখা দেয় এবং তাকে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাট করতে পারেননি। গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলের কাছে একজন ব্যাটসম্যান কম ছিল।

অভিজ্ঞতা ও ধৈর্যের অভাব
সামগ্রিকভাবে, এই পরাজয়ের সবচেয়ে বড় কারণ ছিল এই ভারতীয় দল অভিজ্ঞতা বা ধৈর্যের অভাব। ১২৪ রানের শুরুটা যখন ভালো ছিল না, তখন ধৈর্যের প্রয়োজন ছিল। কিন্তু ব্যাটসম্যানরা ধরে রাখতে পারেনি। তারা জুটি গড়ে তুলতে পারেনি। ওয়াশিংটন সুন্দরই একমাত্র ব্যাটার যিনি ৫০টির বেশি বল খেলেছিলেন। অন্য কোনও ব্যাটার ৫০টি বলও খেলতে পারেননি। তারা ধৈর্য দেখানোর চেষ্টাও করেনি।

Advertisement

যশস্বীর খারাপ ফর্ম
এই হারের একটি প্রধান কারণ ছিল যশস্বীর ফর্ম। এই ওপেনার দুই ইনিংসেই শোচনীয়ভাবে ব্যর্থ হন, দ্বিতীয় ইনিংসে তার খাতাও খুলতে পারেননি। এ দিকে, পন্ত প্রথম ইনিংসে ২৭ রান করেছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই তিনি আক্রমণাত্মক শট খেলার চেষ্টা করতে থাকেন, যদিও ধৈর্যশীল ইনিংস দরকার ছিল। ফলস্বরূপ, তিনি মাত্র ২ রান করে আউট হন।

Read more!
Advertisement
Advertisement