একের পর এক অঘটন। আসলে অঘটন বললেও কম বলা হয়। আজ কেপটাউনের টেস্টে যা যা হল, তা বোধ হয় কোনও দুঁদে বিশ্লেষকও আন্দাজ করতে পারতেন না। বুধবারের দিনটা ছিল মহম্মদ সিরাজেরই। একের পর এক উইকেটে কার্যত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তছনছ করে দেন। একাই ৬ উইকেট নেন সিরাজ। আর তার জেরে মাত্র ৫৫ রানে আত্মসমর্পণ করেন এইডেনরা।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় চার ব্যাটারই আজ সিরাজ সাইক্লোনে কার্যত উড়ে যান। চার অভিজ্ঞ ব্যাটার মিলে মাত্র ১১ রান তোলেন। পরিসংখ্যান বলছে, এটি দক্ষিণ আফ্রিকার সেরা ৪ ব্যাটারের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। তাও একটু-আধটু নয়, সেই ১৯২৭ সালের পর থেকে। সেই বছর একটি টেস্টে দক্ষিণ আফ্রিকার টপ ফোর মাত্র ১২ রান করেছিল।
কিন্তু সেখানেই শেষ নয়। এরপরে ইন্ডিয়া বিশাল লিড পাবে বলে ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু হল উল্টোটা। ইন্ডিয়া ইনিংসের ৩৪ নম্বর ওভারেই যা শুরু হল, তা কোনও যুক্তি দিয়েই ব্যাখা করা যাবে না।
ভারত, ৪ উইকেটে ১৫৩ রানে পৌঁছে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার থেকে ৯৬ রানে এগিয়ে নিয়েছিল। এদিকে তারপরেই হঠাত তাসের ঘরের মতো ধসে গেল ব্যাটিং অর্ডার। একটিও রান না করেই ছয় উইকেট হারাল ইন্ডিয়া। লুঙ্গি এনগিডিই এক ওভারে তিন উইকেট তুলে নেন। ১৫৩ রানেই অল আউট হয়ে ইন্ডিয়া। অন্যদিকে রাবাদা দু'টি নেন।
ইন্ডিয়ার ব্যাটিংয়ের এই আকষ্মিক পতনের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। 'এক্স'-এই নিয়ে রীতিমতো মিম ফেস্ট শুরু হয়ে যায়।
আজকের খেলা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? আপনিও কি এমনই হতবাক হয়ে গিয়েছিলেন?