Advertisement

IND vs WI 2nd Test: গিল টসে জিততেই উচ্ছ্বাস, ক্যাপ্টেনকে নিয়ে কেন আনন্দে মাতলেন গম্ভীর-বুমরা?

প্রথমে ইংল্যান্ড সফর, আর তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। পরপর টসে হেরে রেকর্ড গড়ে ফেলেছিলেন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল। আর শুক্রবার দ্বিতীয় টেস্টে প্রথমবার টসে জিতে তাক লাগিয়ে দিলেন তিনি। অবাক জসপ্রীত বুমরা ও কোচ গৌতম গম্ভীর। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 10:54 AM IST

প্রথমে ইংল্যান্ড সফর, আর তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। পরপর টসে হেরে রেকর্ড গড়ে ফেলেছিলেন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল। আর শুক্রবার দ্বিতীয় টেস্টে প্রথমবার টসে জিতে তাক লাগিয়ে দিলেন তিনি। অবাক জসপ্রীত বুমরা ও কোচ গৌতম গম্ভীর। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অধিনায়ক হিসেবে এটি শুভমান গিলের সপ্তম টেস্ট ম্যাচ। টেস্ট অধিনায়ক হিসেবে গিল এখন পর্যন্ত ছয়টি টেস্ট ম্যাচেই টস হেরেছেন। ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট ম্যাচেই টস হেরেছেন তিনি। এই পরিসংখ্যান তাঁকে লজ্জায় ফেলবে। তবে এবার সেই ধারা বদলে গেল। দিল্লি টেস্টেও তিনি টসে হারলে বেভান কংডনকে ছুঁয়ে ফেলতে পারতেন। অধিনায়কত্বের শুরুতে টানা ম্যাচে টস হেরে যাওয়ার রেকর্ড রয়েছে তাঁর। কংডন অধিনায়ক হিসেবে তার প্রথম সাতটি টেস্ট ম্যাচে টস হেরেছিলেন। গিলকে এই লজ্জার রেকর্ড ছুঁতে হল না। 

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে ভুল করেননি গিল। টসে করে তিনি যখন সতীর্থদের মাঝখান থেকে ফিরে আসেন, তখন সবাই তাঁকে অভিনন্দন জানাতে জানাতে শুরু করেন টস জেতার জন্য। বোলার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল হাসিতে ফেটে পড়েন। টসের পর গিলকে স্বাগত জানানোর সময় তার ঘরের মাঠে দলের তত্ত্বাবধানে থাকা প্রধান কোচ গৌতম গম্ভীরও হাসিমুখে তাঁকে কাছে টেনে নেন।

গিল টসে জিততেই হেসে ফেলেন গম্ভীর-বুমরা

কোচ গম্ভীর এবং বোলাররা টসের জন্য অধীর আগ্রহে ৩০ গজ বৃত্তের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। যখন তারা জানতে পারলেন যে গিল জিতেছেন, তখন গম্ভীর অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে সেলিব্রেট করতে শুরু করে দেন। 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের টিম
ভারত: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (ক্যাপ্টেন), ধ্রুব জুরেল (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা এবং মহম্মদ সিরাজ।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ : জন ক্যাম্পবেল, ট্যাগেনারিন চন্দরপল, অ্যালিক আথানাজ, রোস্টন চেজ (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), টেভিন ইমলাচ (ব্র্যান্ডন কিংয়ের জায়গায়), জাস্টিন গ্রিভস, খারি পিয়ের, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস এবং অ্যান্ডারসন ফিলিপ (জোহান লেইনের জায়গায়)

Read more!
Advertisement
Advertisement