Advertisement

IND vs WI: 'এত ঠেঙিও না', ভারতীয় ড্রেসিংরুমে যশস্বীর কাছে 'অনুরোধ' লারার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে অনেকটা কাছাকাছি গিয়েও দ্বিশতরান করা হয়নি ওপেনার যশস্বী জয়সওয়ালের। ১৭৫ রানের এক অনবদ্য ইনিংস খেলে রান আউট হন, ২০০ করতে পারেননি। তবে, ড্রেসিংরুমে যশস্বীর সঙ্গে ঘটেছে একটা মজার ঘটনা।

ব্রায়ান লারা, যশস্বী জয়সওয়ালব্রায়ান লারা, যশস্বী জয়সওয়াল
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 5:13 PM IST

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে অনেকটা কাছাকাছি গিয়েও দ্বিশতরান করা হয়নি ওপেনার যশস্বী জয়সওয়ালের। ১৭৫ রানের এক অনবদ্য ইনিংস খেলে রান আউট হন, ২০০ করতে পারেননি। তবে, ড্রেসিংরুমে যশস্বীর সঙ্গে ঘটেছে একটা মজার ঘটনা।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা ভারতীয় ড্রেসিংরুমে ঢুকে মজা করে জয়সওয়ালকে বলেছিলেন, 'আমাদের বোলারদের এত মারবে না।'  এই কথা শুনে, সমস্ত খেলোয়াড় হেসে উঠলেন। এরপরেই লারা কাছে টেনে নেন জয়সওয়ালকে। আলিঙ্গন করে নেন। পরে, নিজের খেলা সম্পর্কে বলতে গিয়ে জয়সওয়াল বলেন, 'আমি সবসময় দলের চাহিদা অনুযায়ী খেলার চেষ্টা করি। যদি আমি সেট থাকি, তাহলে যতক্ষণ সম্ভব খেলার চেষ্টা করি। এটাই আমার মানসিকতা। যদি শুরুটা ভালো হয়, তাহলে আমি এটাকে আরও বড় করতে চাই।'

যশস্বী ২২টি চার মারেন
জয়সওয়াল তার ইনিংসে ২২টি চার মেরে এই দুরন্ত ইনিংস খেলে যান। যদিও শুভমান গিলের সাথে রান আউট হওযার পর দ্বিতীয় দিনে তিনি দ্বিশতরান হাতছাড়া করেছিলেন, ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে পুরোপুরি আধিপত্য বিস্তার করে ফেলেছিল। গিল ১২৯ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন, যার ফলে ভারত ৫১৮/৫ এ তাদের ইনিংস ডিক্লেয়ার করে দেয়। কুলদীপ যাদব পাঁচটি উইকেট নেন, অন্যদিকে রবীন্দ্র জাদেজাও দারুণ বোলিং করেন। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৪৮ রানে অল আউট হয়ে যায়। ভারত ফলোঅন বাধ্য করে।

বিরাট কোহলির এই বিশেষ ক্লাবে যোগ দিলেন যশস্বী
ভারতে টেস্ট ম্যাচের প্রথম দিনে যশস্বী দ্বিতীয়বার ১৫০-এর বেশি রান করলেন। এর আগে, ২০২৪ সালে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে তিনি ১৭৯ রান করেছিলেন। যশস্বী ছাড়া ভারতের মাটিতে কেবল বিরাট কোহলিই এই কৃতিত্ব অর্জন করেছেন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিনে কোহলি ১৫১ রান করেছিলেন। ২০১৭সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লি টেস্টের প্রথম দিনেও কোহলি ১৫৬ রান করেছিলেন।

Advertisement

টেস্ট ম্যাচের প্রথম দিনে সর্বাধিক রান (ভারতীয় ওপেনার)
১৯২ ওয়াসিম জাফর বনাম পাকিস্তান, কলকাতা, ২০০৭
১৯০ শিখর ধাওয়ান বনাম শ্রীলঙ্কা, গালে, ২০১৭
১৭৯ যশস্বী জয়সওয়াল বনাম ইংল্যান্ড, বিশাখাপত্তনম, ২০২৪
১৭৩ যশস্বী জয়সও য়াল বনাম ওয়েস্ট ইন্ডিজ, দিল্লি, ২০২

যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকের পর থেকে, ভারতের ওপেনাররা মোট ১৩টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে সাতটি এসেছে যশস্বীর। অন্যান্য ভারতীয় ওপেনাররা মিলে ছয়টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে বেন ডাকেট (৪) অন্য যেকোনো দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন।

Read more!
Advertisement
Advertisement