Advertisement

India A squad for England 2025: ইংল্যান্ডে ব্যালান্সড A টিম, দলে ক্যাপ্টেন সহ বাংলার তিন, ৯ বছর ফিরলেন করুণ

India A squad for England 2025: করুণ নায়ার ২০১৭ সালের পর ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে চলেছেন। চোট কাটিয়ে ফিরলেন সরফরাজ খান। IPL-এ ভালো খেলার সুবাদে সুযোগ পেলেন শার্দূল ঠাকুর। BCCI-এর নিষেধাজ্ঞার পর প্রথমবার ফিরলেন ঈশান কিষান। দলের ক্যাপ্টেন বাংলার অভিমন্যু।

ইংল্যান্ডে ব্যালান্সড A টিম, দলে ক্যাপ্টেন সহ বাংলার তিন, ৯ বছর ফিরলেন করুণইংল্যান্ডে ব্যালান্সড A টিম, দলে ক্যাপ্টেন সহ বাংলার তিন, ৯ বছর ফিরলেন করুণ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 May 2025,
  • अपडेटेड 9:55 PM IST

India A squad for England 2025: ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নামছে ভারত A দল। BCCI ঘোষণা করল ১৬ সদস্যের স্কোয়াড। অধিনায়কত্বে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, সহ-অধিনায়ক ধ্রুব জুরেল। দলে দেখা যাচ্ছে নতুন কিছু মুখ এবং পুরনো তারকাদের প্রত্যাবর্তন।

দলের মূল চমক:
করুণ নায়ার ২০১৭ সালের পর ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে চলেছেন। চোট কাটিয়ে ফিরলেন সরফরাজ খান। IPL-এ ভালো খেলার সুবাদে সুযোগ পেলেন শার্দুল ঠাকুর। BCCI-এর নিষেধাজ্ঞার পর প্রথমবার ফিরলেন ঈশান কিষান।

নতুন মুখের মধ্যে আছেন:
তনুশ কোটিয়ান, নীতীশ কুমার রেড্ডি, মানব সুতার, হর্ষিত রানা, হর্ষ দুবে, অংশুল কম্বোজ, 

আরও পড়ুন

ভারত A বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি:
প্রথম টেস্ট: ৩০ মে – ২ জুন

দ্বিতীয় টেস্ট: ৬ জুন – ৯ জুনইন্ট্রা স্কোয়াড ম্যাচ: ১৩ জুন – ১৬ জুন

ভারত A দল ২০২৫ (India A Squad for England Tour 2025):

অধিনায়ক: অভিমন্যু ঈশ্বরন, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঈশান কিষান (উইকেটকিপার), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে, হর্ষ দুবে।

 

Read more!
Advertisement
Advertisement