Advertisement

India A vs Pakistan A: সাদাকাতের অপরাজিত ৭৯ রান, পাকিস্তানের কাছে ৮ উইকেটে হার ভারতের

রবিবার দুপুরে ভারতের সিনিয়র দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হেরেছে। আর রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতীয় এ দলের।পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টার্স কাপে ভারত এ দল পাকিস্তান এ দল ৮ উইকেটে ম্যাচ জিতেছে। দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান, ভারত এ দলকে প্রথমে ব্যাট করতে পাঠায়।

ভারত বনাম পাকিস্তানভারত বনাম পাকিস্তান
Aajtak Bangla
  • দোহা,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 12:04 AM IST

রবিবার দুপুরে ভারতের সিনিয়র দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হেরেছে। আর রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতীয় এ দলের।পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টার্স কাপে ভারত এ দল পাকিস্তান এ দল ৮ উইকেটে ম্যাচ জিতেছে। দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান, ভারত এ দলকে প্রথমে ব্যাট করতে পাঠায়। 

ভারতের ইনিংস ১৩৬ রানে শেষ হয়, বৈভব সূর্যবংশী ৪৫ রান করেন। জবাবে, ১৪তম ওভারে পাকিস্তান সেই লক্ষ্য তাড়া করে ফেলে। পাকিস্তান ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয়। সাদাকাত অপরাজিত ৭৮ রান করেন।

পাকিস্তানের ব্যাটিং 
১৩৭ রানের জবাবে, পাকিস্তান মহম্মদ নাঈম এবং মুয়াজ সাদাকাতের জুটি নিয়ে মাঠে নামে। দু'জনেই ভালো ব্যাটিং করে ছিলেন। তবে, পাকিস্তান তাদের প্রথম ধাক্কা খায় ষষ্ঠ ওভারে। নইম ১৪ রান করে আউট হন। সাদাকাত ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন। দশম ওভারে পাকিস্তান তাদের দ্বিতীয় ধাক্কা খায় যখন সুয়শ শর্মা ইয়াসির খানকে আউট করেন ১১ রান করে। তবে, সাদাকাত অপর প্রান্তে থেকে যান, অপরাজিত ৭৮ রান করেন এবং পাকিস্তানের জয় নিশ্চিত করেন। সাদাকাত তার ইনিংসে ৭টি চার এবং ৪টি ছক্কা মারেন।

ভারতের ব্যাটিং 
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রিয়াংশ আর্য এবং বৈভব সূর্যবংশী ইনিংস শুরু করেন। তবে চতুর্থ ওভারে প্রিয়াংশ আর্য ১০ রান করে আউট হয়ে ভারত প্রথম ধাক্কা খায়। পাঁচ ওভার পর ভারতের স্কোর ছিল ৪০-১। এরপর বৈভব সূর্যবংশী এবং নমন ধীর ইনিংসকে স্থিতিশীল করেন। তবে নবম ওভারে ভারত দ্বিতীয় ধাক্কা খায় যখন নমন ধীর ২০ বলে ৩৫ রান করে আউট হন। দশম ওভারে বৈভব সূর্যবংশীর উইকেট পড়ে। বৈভব ২৮ বলে ৪৫ রান করেন, পাঁচটি চার এবং তিনটি ছক্কা মারেন। এরপর ১৩তম এবং ১৪তম ওভারে ভারত দুটি ধাক্কা খায়। প্রথমে জিতেশ শর্মা পাঁচ রান করে আউট হন, তারপরে ১৪তম ওভারে আশুতোষ। ১৫তম ওভারে নেহাল ও য়াধেরা আট রান করে আউট হন।

Advertisement

১৭তম ওভারে ভারত তাদের সপ্তম ধাক্কা খায় যখন রমনদীপ ১১ রান করে আউট হন। এরপর ১৯তম ওভারে ভারতের ইনিংস ১৩৬ রানে নেমে যায়, যার ফলে পাকিস্তানের সামনে ১৩৭ রানের লক্ষ্যমাত্রা থাকে।

পাকিস্তান এ (প্লেয়িং ইলেভেন): মহম্মদ নইম, মাজ সাদাকাত, ইয়াসির খান, মহম্মদ ফাইক, ইরফান খান, সাদ মাসুদ, গাজী ঘোরি, শহীদ আজিজ, উবায়েদ শাহ, আহমেদ দানিয়াল, সুফিয়ান মুকিম।
ইন্ডিয়া এ (প্লেয়িং ইলেভেন): বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্য, নেহাল ওয়াধেরা, নমন ধীর, জিতেশ শর্মা, রমনদীপ সিং, আশুতোষ শর্মা, হর্ষ দূবে, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, সুয়শ শর্মা।

Read more!
Advertisement
Advertisement